‘ সিটিসেল’আজই খুলছে

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৬

‘ সিটিসেল’আজই খুলছে

নিউ সিলেট ডেস্ক ::::    দেশের প্রথম মুঠোফোন অপারেটর সিটিসেলের তরঙ্গ আজ রোববারই খুলে দেওয়া হচ্ছে। তরঙ্গ খুলে দেওয়ার কথা জানিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাজাহান মাহমুদ।
গত ৩ নভেম্বর সিটিসেলের বন্ধ তরঙ্গ শর্তসাপেক্ষে খুলে দিতে নির্দেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে ওই নির্দেশের পর দুই দিন পেরিয়ে গেলেও তরঙ্গ ফিরে না পাওয়ায় আদালতকে বিষয়টি জানান সিটিসেলের আইনজীবীরা। এরপর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ বিষয়ে জানতে চাইলে পরে বিটিআরসির পক্ষ থেকে আদালতকে জানানো হয়, সিটিসেলের তরঙ্গ খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ ৩ নভেম্বর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) সিটিসেলের বন্ধ তরঙ্গ শর্তসাপেক্ষে অবিলম্বে খুলে দেওয়ার নির্দেশ দেন। এসময় আদালতে সিটিসেলের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও আইনজীবী এ এম আমিন উদ্দিন। তাদের সঙ্গে ছিলেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। আর বিটিআরসির পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
আদালত আদেশে সিটিসেলের তরঙ্গ পুনঃবহালের নির্দেশ দেন। সেইসঙ্গে আগামী ১৯ নভেম্বরের মধ্যে সিটিসেলকে ১০০ কোটি টাকা পরিশোধ করতে বলেন। এই সময়ের মধ্যে টাকা পরিশোধ না করলে বিটিআরসি সিটিসেলের তরঙ্গ আবার বন্ধ করতে পারবে বলে জানিয়েছেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।
তিনি আরো জানান, সিটিসেলের কাছে বিটিআরসির পাওনা নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য প্রফেসর জামিলুর রেজা চৌধুরীকে প্রধান করে ৩ সদস্যের কমিটি করে দেওয়া হয়েছে। আগামী ১ মাসের মধ্যে এই কমিটিকে বিরোধ নিষ্পত্তি করে দিতে বলা হয়েছে।
বকেয়া টাকা পরিশোধ না করার অভিযোগে গত ২০ অক্টোবর সিটিসেলের তরঙ্গ বরাদ্দ স্থগিত করে বিটিআরসি। এরপর বিটিআরসি’র ঐ সিদ্ধান্ত স্থগিত চেয়ে ২৪ অক্টোবর আপিল বিভাগে আবেদন করে সিটিসেল। গত ২৫ অক্টোবর ঐ আবেদনের উপর শুনানি শেষে সুপ্রিম কোর্টের অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত সিটিসেলের তরঙ্গ বরাদ্দ বন্ধে সরকারের সিদ্ধান্ত বহাল আপাতত: রেখে বিষয়টি ৩১ অক্টোবর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ধার্য করে দেন।
এরপর গত ৩১ অক্টোবর বিষয়টি শুনানির জন্য কার্যতালিকায় আসে। কিন্তু ব্যক্তিগত অসুবিধার কারণে সিটিসেলের পক্ষের এক আইনজীবীর আদালতে উপস্থিত থাকতে না পারার কথা অবহিত করলে আদালত ওইদিন বিষয়টির শুনানি উপর ‘নট টুডে’র আদেশ দেন।
তবে এর একদিন পর ১ নভেম্বর সিটিসেলের আবেদনের ওপর শুনানি নিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ বিষয়ে আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করে দেন। বৃহস্পতিবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) সিটিসেলের বন্ধ তরঙ্গ শর্তসাপেক্ষে অবিলম্বে খুলে দেয়ার নির্দেশ দেন আপিল বিভাগ।



This post has been seen 286 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১