নিখোঁজ ছাত্রদল নেতার অসুস্থ বাবার পাশে ফখরুল

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৬

নিখোঁজ ছাত্রদল নেতার অসুস্থ বাবার পাশে ফখরুল

নিউ সিলেট ডেস্ক ::::::   তিন বছর ধরে নিখোঁজ ঢাকার বিমানবন্দর থানা ছাত্রদল সাধারণ সম্পাদক নিজামুদ্দিন মুন্নার ক্যানসারে আক্রান্ত বাবা শামসুদ্দিন আহমেদকে দেখতে গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর উত্তরার দক্ষিণ খানে মুন্নাদের বাসায় গিয়ে তার বাবার খোঁজ খবর নেন ফখরুল।
বিএনপি মহাসচিব শামসুদ্দিন আহমেদের শারীরিক অবস্থা এবং চিকিৎসার খোঁজখবর নেন এবং রোগমুক্তি কামনা করেন।
তিনি সেখানে বেশ কিছুসময় অবস্থান করেন এবং মুন্নার মা, ভাইসহ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং মুন্নাসহ ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের সুখে-দুঃখে বিএনপি সবধরনের সহযোগিতা করার চেষ্টা করবে বলে জানান।
এসময় তিনি দলের পক্ষ থেকে মুন্নার পিতার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেন। মির্জা ফখরুল ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পাশে দাঁড়াতে দলের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।
ফখরুল বলেন, ‘দলের ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পাশে বিএনপি অতীতে ছিল, ভবিষ্যতেও থাকবে। এটা নৈতিক দায়িত্বও বটে।’
বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেন, ‘তার চিকিৎসা সহায়তার জন্য কিছুদিন আগে আমি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলাম। কেউ কেউ কিছু সহায়তাও করেছেন। কিন্ত তা একেবারেই অপ্রতুল। তার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার।’
তিনিও দলের যারা বিত্তবান আছেন এই অসহায় বাবার সাহায্যে সাধ্যমত এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স,তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়া মুন্নার পিতার অসুস্থতার সংবাদ শুনে তার খোঁজখবর নিতে প্রতিনিধি দল পাঠান এবং চিকিৎসা সহায়তা প্রদান করেন।
গুম হওয়া মুন্নার পিতা শামসুদ্দিন আহমেদ লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন। তার রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।



This post has been seen 343 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১