সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৬
নিউ সিলেট ডেস্ক :::: কুড়িগ্রামের নয়টি উপজেলার ১২১৭টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রায় দুই শতাধিক ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান। অনেক জায়গায় ভবনের ঝুঁকিতে প্রাথমিক বিদ্যালয় গুলোতে খোলা আকাশের নিচে কোমল মতি শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চালানো হচ্ছে।
দীর্ঘদিন ধরে বিদ্যালয় ভবন নির্মাণ ও মেরামতের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আবেদন করেও কোনো কাজ হচ্ছে না বলে অভিযোগ করেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা।
এর মধ্যে কুড়িগ্রামের উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের বড় মহিষমুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুইটি ভবনের মধ্যে একটি ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। গত এক মাস ধরে ওই ভবনে ফাটলের পাশাপাশি পলেস্তারা খসে পড়ছে। এরই মধ্যে ভবনের ছাদের দুইটি বীম ধসে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েছে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
এ অবস্থায় ওই ভবনের পঞ্চম শ্রেণি ও শিশু শ্রেণির ক্লাসসহ বিদ্যালয়ের অফিস কক্ষটির কার্যক্রম বন্ধ করে দিয়ে খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদানসহ ৫ম শ্রেণির সমাপনী মডেল টেস্ট পরীক্ষা নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ।
এছাড়াও রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের মজিরন নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একতলা বিশিষ্ট ঝুঁকিপূর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে।
এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনামুল হক জানান, আমরা ৯টি উপজেলার মধ্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট থেকে ৭টি উপজেলার ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয়ের তালিকা হাতে পেয়েছি। এগুলোর মধ্যে উলিপুর উপজেলার ৩৫টি, কুড়িগ্রাম সদর উপজেলায় ৩টি, নাগেশ্বরীর উপজেলায় ২৯টি, ফুলবাড়ী উপজেলায় ১০টি, ভুরুঙ্গামারী উপজেলায় ২৯টি, রাজারহাট উপজেলায় ১২টি ও রৌমারী উপজেলায় ২১টিসহ মোট ১৩৯টি ঝুঁকিপূর্ণ বিদ্যালয় রয়েছে।
চিলমারী ও রাজিবপুর উপজেলার তালিকা পাওয়া যায়নি। এসব ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের তালিকা ১৩ অক্টোবর সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি