সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৬
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নামে দুটি গ্রুপ একই দিনে দু’টি কমিটি গঠন করেছে। একটি গ্রুপ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে কেন্দ্রীয় কাউন্সিলের মাধ্যমে আবুল বাসারকে কার্যকরী সভাপতি, আতিকুর রহমানকে সভাপতি ও মো. আবুল কাসেমকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করে।
অপর গ্রুপটি সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে অনোয়ারুল ইসলাম তোতাকে সভাপতি করে কমিটি গঠনের কথা জানায়। তবে আতিকুল-বাসার কমিটির নেতারা দাবি করেছেন, অনোয়ারুল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সে অবৈধভাবে কোন কাউন্সিল না করেই সংগঠনের নাম ব্যবহার করে কমিটি গঠন করেছে।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কাউন্সিলে সকাল ১০টায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও মন্ত্রী অনুষ্ঠানে আসেননি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের কাউন্সিল উদ্বোধনের কথা থাকলেও তিনিও আসেননি। বেলা পৌনে ১২টার দিকে প্রধানমন্ত্রীv বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাম প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন।কমিটি গঠনের আগে সংগঠনের সভাপতি আবুল বাসার জানান, সংগঠনের আগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম তোতাকে আদালত এক বছরের কারাদণ্ড দিয়েছে। তাই সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে।
ভোট শেষে নতুন সাধারণ সম্পাদক আবুল কাসেম দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘সংগঠনের গঠনতন্ত্র সংশোধন করে নতুন কমিটিতে আবুল বাসারকে কার্যকরী সভাপতি করা হয়েছে। এছাড়া সদস্যদের ভোটের মাধ্যমে আতিকুর রহমান সভাপতি ও মো. আবুল কাসেম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।’
তিনি আরও জানান, নতুন কমিটিতে মোস্তাফিজুর রহমান সাংগঠনিক সম্পাদক, আবদুল হক সিনিয়র যুগ্ম-সম্পাদক ও ইলিয়াস আল মাহমুদ অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
অনোয়ারুল ইসলাম তোতাকে সভাপতি করে কমিটি গঠনের বিষয়ে জানতে চাইলে আবুল কাসেম বলেন, ‘তিনি (তোতা) সংগঠনের কেউ নন, তিনি অবৈধভাবে কমিটি গঠন করেছেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নাম ব্যবহার করায় আমরা তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপে যাব।’
অপরদিকে শনিবার সকাল ১১টার দিকে ডিআরইউতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির নির্বাচনের ফল প্রকাশ উপলক্ষে নির্বাচন কমিশনের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. গোলাম মোস্তফা এক সংবাদ সম্মেলনে দাবি করেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অনোয়ারুল ইসলাম তোতা। তিনি এক হাজার ৩২৭ ভোট পেয়ে নির্বাচিত হন।
তিনি আরও জানান, নির্বাচনে সিনিয়র যুগ্ম-সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ও অর্থ সম্পাদক হয়েছেন মো. সাইদুর রহমান।
অভিযোগের বিষয়ে জানতে শনিবার সন্ধ্যায় অনোয়ারুল ইসলামকে ফোন দেওয়া হলে তিনি বলেন, ‘আমি একটি মিটিংয়ে আছি। এখন কথা বলা যাবে না।’
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি