চিকিৎসা সেবা বঞ্চিত গ্রামের মানুষের নিশ্চিত করতে হবেঃ এস কে সিনহা

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৬

চিকিৎসা সেবা বঞ্চিত গ্রামের মানুষের নিশ্চিত করতে হবেঃ এস কে সিনহা

নিউ সিলেট ডেস্ক  ::::::   প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা বলেছেন, গ্রামের অনেক মানুষ এখনো চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। চিকিৎসা সেবা থেকে বঞ্চিত গ্রামের এসব মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।
রবিবার পূর্ব পাকিস্তান হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি আমিন আহমেদের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ আহ্বান জানান। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে এ স্মরণসভার আয়োজন করা হয়। আমিন আহমেদ ট্রাস্ট এ স্মরণ সভার আয়োজন করে। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ২০১৪ সালের প্রথম আব্দুল আলীমকে স্বর্ণপদক প্রদান করা হয়। এছাড়া ‘বিচারপতি আমিন আহমেদের,‘ জীবন ও কর্ম’ নামের গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
আমিন আহমেদ ট্রাস্টের সঙ্গে জড়িতদের দৃষ্টি আকর্ষণ করে প্রধান বিচারপতি বলেন, আমিন আহমেদ যে সম্পদ রেখে গেছেন এর আয় দিয়ে তার গ্রামের এলাকার দরিদ্রদের চিকিৎসার জন্য ক্লিনিক স্থাপন করলে দরিদ্রদের স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে।
বিচারপতি আমিন আহমেদের জীবন, ব্যক্তিত্ব ও আদর্শ আমাদের সবার কাছে অনুকরণীয় উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, তিনি অনেক স্মরণীয় রায় দিয়েছেন, যা তাকে আমাদের মধ্যে বাঁচিয়ে রেখেছে। আমি বুকে হাত দিয়ে বলতে পারবো, তিনি এমন কিছু রায় দিয়েছেন, যা তাকে বিশ্বের সেরা বিচারকদের কাতারে দাঁড় করিয়েছে। তিনি তার রায়ের মাধ্যমে বাঙালি জাতিকে অনেক উচ্চতায় নিয়ে গেছেন। কিন্ত দুঃখের বিষয় আজ তাকে মূল্যায়ন করা হয় না।
মেধাবী শিক্ষার্থীদের আরও স্বর্ণপদক দেয়ার আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি বলেন, শুধুই ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে পাশ করা মেধাবী শিক্ষার্থীদের স্বর্ণপদক দেয়ার ব্যবস্থা করতে পারে আমিন আহমেদ ট্রাস্ট ।
আপিল বিভাগের সাবেক বিচারপতি কাজী এবাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আপিল বিভাগের সাবেক বিচারপতি ও প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মমতাজউদ্দিন আহমেদ, বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী, বিচারপতি মীর হাসমত আলী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ও মরহুমের ছোট মেয়ে জেরিনা মহসীন বক্তব্য দেন।
বিচারপতি আমিন আহমেদের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ২০১৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকারী আবদুল আলীমের হাতে স্বর্ণপদক ও সনদ তুলে দেন প্রধান বিচারপতি।
বিচারপতি আমিন আহমেদ ১৮৯৯ সালে ফেনীর আহমদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পাস করে তিনি ১৯২৯ সালে বিচারক হিসেবে কাজ শুরু করেন। ১৯৪৭ সালে কলকাতা হাইকোর্টে বিচারক হন তিনি। ১৯৫৭ সালে তিনি পূর্ব পাকিস্তান হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান। ১৯৫৯ সালে তিনি অবসরে যান। ১৯৯১ সালের ৬ ডিসেম্বর ইন্তেকালের আগে তিনি আমিন আহমেদ স্মৃতি ট্রাস্ট করে তার সব সম্পদ তাতে দান করেন।



This post has been seen 302 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১