মোদি সরকারকে হটাতে এবার মমতার ফেডারেল ফ্রন্ট গড়ার ডাক

প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৬

মোদি সরকারকে হটাতে এবার মমতার ফেডারেল ফ্রন্ট গড়ার ডাক

নিউ সিলেট ডেস্ক :::::   ভারতের কেন্দ্রীয় সরকারে থাকা ক্ষমতাশীল দল বিজেপির বিরুদ্ধে এবার সরাসরি যুদ্ধ ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতে ২০১৯ সালে লোকসভা নির্বাচনকে সামনে রেখে মোদি সরকারকে হটাতে এখন থেকেই কংগ্রেস ও অন্যান্য রাজনৈতিক দলগুলোকে নিয়ে ফেডারেল ফ্রন্ট গড়ার ডাক দিলেন তিনি।
সাম্প্রতিককালে ভারতের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের পেনশন নিয়ে আন্দোলন ও একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার আত্মহত্যার ঘটনায় বিরোধী দলগুলোর লাগাতার আন্দোলনের জেরে বেশ কোণঠাসা অবস্থা রয়েছে বিজেপি সরকার। এর মধ্যেই ওই মৃত সেনাকর্মীর পরিবারের সঙ্গে দেখা করে দিল্লির যন্তরমন্তরে ধর্নায় বসতে গিয়ে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশের হাতে দুই দিনে একাধিকবার আটক হন কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী ও আম আদমি পার্টির একাধিক নেতা। ফলে বিরোধী রাজনৈতিক দলগুলোর চাপের মুখে মোদি সরকার বেশ বিব্রত। এই পরিস্থিতিতে কংগ্রেস ও আম আদমি নেতাদের পাশে দাঁড়িয়ে একাধিক টুইটবার্তায় মোদি সরকারকে আক্রমণ করতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, ভারতজুড়ে মোদিবিরোধী হাওয়া তুলে বিরোধীদের এক ছাতার তলে আনার জন্য মমতার হাতে এটাই সবচেয়ে মোক্ষম সময়। এর আগে শুক্রবার ভারতের কেন্দ্রীয় সরকার ভারতের বেসরকারি হিন্দি নিউজ চ্যানেল এনডিটিভির সম্প্রচার ২৪ ঘণ্টা বন্ধ রাখার নির্দেশ দেওয়ার পর এই সিদ্ধান্তের বিরুদ্ধে রীতিমতো তোপ দাগেন মমতা। সে সময় কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে জরুরি অবস্থা জারির শামিল বলেও উল্লেখ করেছিলেন তিনি।
এ ছাড়া কয়েকদিন আগে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ভূপাল সেন্ট্রাল জেল থেকে পালানো আট আসামী জঙ্গিকে পুলিশের গুলি করে হত্যা করা নিয়েও সরব হন তিনি। ওই ঘটনায় সুপ্রিম কোর্টের নজর দারিতে বিচার বিভাগীয় তদন্তের দাবিও জানান তিনি।
মমতার ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, একের পর এক ইস্যুতে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে আক্রমণের পারদ চড়াচ্ছেন তিনি। একই সঙ্গে ফেডারেল ফ্রন্ট তৈরির ব্যাপারেও হাঁটি হাঁটি পা পা করে এখন থেকেই এগোতে চাইছেন মমতা।
গতকাল শুক্রবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের প্রধান প্রশাসনিক কার্যালয় নবান্নে বসে মমতা ভারতের অবিজেপি সব দলকেই ফেডারেল ফ্রন্টের ছাতার তলায় আসার আহ্বান জানান। তিনি বলেন, ভারতের কেন্দ্রীয় সরকার ‘১০০ দিনের কাজ’সহ বিভিন্ন প্রকল্পে পশ্চিম বঙ্গসহ একাধিক রাজ্যের অনুদান প্রায় বন্ধ করে দিয়েছে।
কেন্দ্রের আর্থিক বঞ্চনার বিরুদ্ধে এতদিন ধরে তিনি একাই লড়াই চালিয়ে যাচ্ছেন বলে উল্লেখ করে মমতা জানান, এখন যদি অন্য রাজনৈতিক দলগুলো এগিয়ে আসে এবং একসঙ্গে লড়াইয়ে অংশীদার হয়, তাহলে তিনি আনন্দিত হবেন।
বিজেপিবিরোধী সব রাজনৈতিক দলকে নিয়ে আলাদা ফেডারেল ফ্রন্ট গঠনের ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেন মমতা বলেন, ভারতের অবিজেপি শক্তি সমন্বয়ে গঠিত সেটা ফেডারেল ফ্রন্ট বা অন্য যে কোনো নামও হতে পারে। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের কাছে তিনি কোনোভাবেই মাথা নত করবেন না বলেও এদিন সাফ জানিয়ে দেন তিনি।
উল্লেখ্য, ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগেও মোদির বিজয় রথকে থামানোর লক্ষ্যে ভারতের বেশ কিছু আঞ্চলিক রাজনৈতিক দলগুলিকে নিয়ে ফেডারেল ফ্রন্ট গঠনের চেষ্টা করেছিলেন মমতা। কিন্ত সেবারে সেই চেষ্টা ব্যর্থ হলেও এবারে মোদি সরকারের বিরুদ্ধে একের পর এক আন্দোলন সংগঠিত করার মাধ্যমে ভারতের জাতীয় রাজনীতিতে ফেডারেল ফ্রন্টের ওপরই আশা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়।



This post has been seen 423 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১