নিরাপত্তার শঙ্কায় ডোনাল্ড ট্রাম্পকে মঞ্চ থেকে সরিয়ে নিল

প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৬

নিরাপত্তার শঙ্কায় ডোনাল্ড ট্রাম্পকে মঞ্চ থেকে সরিয়ে নিল

নিউ সিলেট ডেস্ক  ::::    নিরাপত্তার শঙ্কায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে মঞ্চ থেকে দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সময় শনিবার রাতে নেভাডা অঙ্গরাজ্যের রেনো শহরে আয়োজিত নির্বাচনী সমাবেশে এ ঘটনা ঘটে।
ঘটনার সময় রিপাবলিকান দল মনোনীত এ প্রার্থী বক্তৃতা দিচ্ছিলেন এবং হঠাৎ তিনি চোখ ঢেকে ফেলেন। এর পরই সিক্রেট সার্ভিস এজেন্টরা তাঁকে ঘিরে ধরে মঞ্চ থেকে সরিয়ে নেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সমাবেশের মধ্যে কেউ একজন বলে ওঠে, ‘ওর হাতে আগ্নেয়াস্ত্র।’ এর কয়েক মিনিট পর টেকো মাথার এক শ্বেতাঙ্গকে হাতকড়া পরিয়ে পুলিশ তুলে নিয়ে যায়।
পরে ট্রাম্প মঞ্চে ফিরে আসেন এবং বলেন, ‘কেউ বলেনি, এটা খুব সহজ হবে, তবে আমাদের কখনোই থামানো যাবে না। আমাদের কখনোই থামানো যাবে না।’ তিনি বলেন, ‘আমি সিক্রেট সার্ভিসকে ধন্যবাদ জানাই, এই ছেলেরা খুবই দুর্দান্ত।’ টেলিপ্রম্পটার থেকে বক্তৃতা পাঠ করে সমাবেশ শেষ করেন ট্রাম্প।
এ নিয়ে দ্বিতীয়বার সিক্রেট সার্ভিসের লোকজন ট্রাম্পকে মঞ্চ থেকে সরিয়ে নিল। গত মার্চে ওহাইও অঙ্গরাজ্যের এক সমাবেশে একই ঘটনা ঘটে।



This post has been seen 374 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১