সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৬
নিউ সিলেট ডেস্ক :::::: জাতিসংঘ সাধারণ পরিষদের গুরুত্বপূর্ণ অংশ ইন্টারন্যাশনাল সিভিল সার্ভিস কমিশনের (আইসিএসসি) সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাশউদ্দিন।
জাতিসংঘে অনুষ্ঠিত ৪ নভেম্বরের নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পদে নির্বাচিত হন।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী বছরের ১ জানুয়ারিতে দায়িত্ব নেবেন ড. ফরাশউদ্দিন। এরপর চার বছর দায়িত্ব পালন করবেন তিনি।
জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ পদে ড. ফরাশ উদ্দিন ছাড়াও আলজেরিয়া, মরক্কো, চীন ও রাশিয়ার চারজন সদস্য নিয়োগ পেয়েছেন।
আইসিএসসি জাতিসংঘের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও সম্পর্কিত বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক রক্ষা করে। এছাড়া জাতিসংঘের অধীনে থাকা বিশেষায়িত সংস্থা ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে কর্মরতদের চাকরি সংক্রান্ত নিয়ম-নীতি ও কর্মী ব্যবস্থাপনা সমন্বয় করে এ সংস্থা। ফরাসউদ্দিনসহ ১৫ সদস্য থাকবেন এ কমিটিতে।
মন্ত্রণালয় সূত্র জানায়, জাতিসংঘের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানে ড. মোহাম্মদ ফরাশউদ্দিনের সদস্যপদ লাভ বাংলাদেশের অংশগ্রহণ এবং ভাবমূর্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ড. মোহাম্মদ ফরাসউদ্দিন স্বাধীন বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য ছিলেন। তিনি ১৯৯৮ থেকে ২০০১ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালন করেন। আর ১৯৭৩ থেকে ১৯৭৫ পর্যন্ত ছিলেন বঙ্গবন্ধুর একান্ত সচিব।
ড. ফরাসউদ্দিনের জন্ম হবিগঞ্জ জেলার মাধবপুরে। তিনি ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে একই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেন তিনি। পরে যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন ড. ফরাসউদ্দিন।
তিনি বেসরকারি ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি