বর্ষবরণে যৌন হয়রানি, পুনঃতদন্ত প্রতিবেদন পেছাল

প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৬

বর্ষবরণে যৌন হয়রানি, পুনঃতদন্ত প্রতিবেদন পেছাল

নিউ সিলেট ডেস্ক :: ::  বর্ষবরণে যৌন হয়রানির মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা পিছিয়েছে। আগামী ২৮ নভেম্বর নতুন করে তারিখ নির্ধারণ করেছেন বিচারক।
ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালতে সোমবার এ মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারিত ছিল। কিন্তু পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন দাখিল করতে না পারায় বিচারক নতুন করে দিন নির্ধারণ করেন।
নথি থেকে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জয়শ্রী সমাদ্দার মামলাটি পুনরায় তদন্তের আদেশ দেন।
এজাহার থেকে জানা যায়, ২০১৫ সালের ১৪ এপ্রিল বাংলা নববর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কয়েকজন নারীকে যৌন হয়রানি করা হয়। যৌন হয়রানির শিকার কেউ মামলা না করায় পুলিশ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা করে।
সে মামলায় আট আসামিকে শনাক্ত করেছিল পুলিশ। তাদের ধরিয়ে দিতে এক লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়।
এর মধ্যে মো. কামাল নামে এক আসামি গ্রেফতার হলে মামলাটি পুনঃতদন্তের আবেদন করা হয়।



This post has been seen 334 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১