মাগুরায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৬

মাগুরায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

নিউ সিলেট ডেস্ক:::::   মাগুরায় সোমবার ভোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শওকত মণ্ডল (৩৮) নামে এক ডাকাত নিহত হয়েছেন। মাগুরা-ঝিনাইদহ সড়কের রামনগর এলাকায় গাছ কেটে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের গুলিতে তিনি নিহত হন।
শওকত ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কোমরপুর গ্রামের ময়েন উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, রাত আড়াইটার দিকে রামনগর পার্কিং এলাকায় সড়কের উপর গাছ ফেলে একদল ডাকাত পরিবহনে ডাকাতির চেষ্টা করে। এসময় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এসময় পুলিশও পালটা গুলি করলে শওকত নামে এক ডাকাত গুরুতর আহত হন। পরে মাগুরা সদর হাসপাতালে আনা হলে ভোরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গোলাগুলির সময় পুলিশের তিন কনস্টেবল আহত হয়েছেন বলে পুলিশ জানায়।
মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন রায় জানান, ডাকাত শওকতের বিরুদ্ধে মধুখালী থানাসহ বিভিন্ন থানায় মোট ৭টি ডাকাতির মামলা রয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে ৭.৫ বোরের একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, তিনটি রামদা একটি গাছকাটা করাত উদ্ধার করেছে।



This post has been seen 368 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১