৭ নভেম্বর আধুনিক বাংলাদেশের নতুন অধ্যায় শুরু হয়েছিল : ফখরুল

প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৬

৭ নভেম্বর আধুনিক বাংলাদেশের নতুন অধ্যায় শুরু হয়েছিল : ফখরুল

নিউ সিলেট ডেস্ক ::::::   সরকার ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ইতিহাস বিকৃত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, ওই দিন বাংলাদেশের স্বাধীনতাকামী সৈনিক ও জনগণ ঐক্যবদ্ধ হয়ে সাম্রাজ্যবাদ ও সব ষড়যন্ত্রকে রুখে দিয়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের স্বাধীনতাকে সুসংসহ করেছিল।
সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে এসব কথা বলেন ফখরুল। ৭ নভেম্বর বিএনপির কাছে সব সময় গুরুত্বপূর্ণ একটি দিন। ৪১ বছর আগের এই দিনেই দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতার কাছাকাছি চলে আসেন। আর বঙ্গবন্ধু হত্যার পর অভ্যুত্থান- পাল্টা অভ্যুত্থানের পরিস্থিতির মধ্যে সেনাপ্রধান হিসেবে নিজের অবস্থান সুসংহত করেন এবং পরে সামরিক আইন প্রশাসক হয়ে উঠেন। পরে সেনাপ্রধান হিসেবে রাষ্ট্রপতিও হয়ে যান জিয়াউর রহমান।
৭ নভেম্বর সেনাবাহিনীর জওয়ানদেরকে ব্যবহার করে বিপ্লবের চেষ্টা করেছিল সে সময় আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জাসদ। তবে কথিত এই বিপ্লবের নিয়ন্ত্রণ জাসদ নেতা কর্নেল তাহেরের হাত থেকে চলে যায় জিয়াউর রহমানের হাতেই। আর তাহের পরে বন্দি হন আর প্রশ্নবিদ্ধ বিচারে ফাঁসির রায় হয় তা। কয়েক দশক পর উচ্চ আদালত এই বিচারকে অবৈধ ঘোষণা করেছিল।
তবে মির্জা ফখরুল বলেন, ‘সেই দিনে দেশপ্রেমিক জনগণ বন্দি অবস্থা থেকে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে মুক্ত করে তার কাছে দায়িত্ব অর্পণ করেছিল। সে দিন থেকেই আধুনিক বাংলাদেশের নতুন একটি অধ্যায় শুরু হয়েছিল। জিয়াউর রহমান তার নেতৃত্বে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে ছিলেন।’
বিএনপি নেতা বলেন, ‘আজকের এই দিনটি বিএনপি শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে পালন করে। কিন্ত দুর্ভাগ্য ও দুঃখের কথা আওয়ামী লীগের সরকার ক্ষমতায় আসার পরে তারা ৭ নভেম্বর এই দিনটিকে সব সময়েই অবমূল্যায়ন করেছে। শুধু তাই নয় ইদানিংকালে তারা তাদের বিভিন্ন প্রচার মাধ্যমের মধ্যে দিয়ে এই দিনটি সর্ম্পকে বিকৃত ইতিহাস বর্ণনা করছে।’
ফখরুল বলেন, ‘বিএনপি মনে করে এটা শুধুমাত্র বাংলাদেশের জাতির স্বাধীন অস্তিত্ব ও সংগ্রামকে ব্যহত করবে। বিএনপি এই দিনটি স্মরণীয় কওে রাখতে চায়। জিয়াউর রহমানের যে জাতীয়তাবাদেও রাজনীতি ও দর্শনকে অনুসরণ করতে চাই। এবং সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে এগিয়ে নিয়ে যেতে চাই।’
৭ নভেম্বর উপলক্ষ্যে মঙ্গলবার রাজধানীতে বিএনপির সমাবেশের অনুমতি পাওয়া যাবে আশা করে ফখরুল বলেন,‘আমরা আশাবাদী,সরকার আগামীকাল আমাদের সমাবেশের অনুমতি দিয়ে গণতান্ত্রিক উদার রাজনীতির পরিচয় দেবে।’
ফখরুল বলেন, বর্তমানে আওয়ামী লীগ বিভাজনের রাজনীতি করছে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগের লোকজন জড়িত বলেও অভিযোগ করেন তিনি।



This post has been seen 326 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১