গোয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৬

গোয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউ সিলেট ডেস্ক :: বিমসটেক সম্মেলনে অংশ নিতে ভারতের গোয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকাল পৌনে ১১টার দিকে তিনি গোয়া নৌ বিমানবন্দরে পৌঁছান।

ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী আলিনা সালদানহা, গোয়া সরকারের সচিব পদ্মা জয়সবাল এবং মুম্বাইয়ে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার সামিনা নাজ এসময় তাকে স্বাগত জানান।

এর আগে সকাল ৮টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে প্রধানমন্ত্রী ঢাকা ছাড়েন। তার সফরসঙ্গী হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। এর আগে মন্ত্রিসভার সদস্যরা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

প্রধানমন্ত্রী রোববার বিকেলে বিমসটেক লিডারস রিট্রিট এবং ব্রিকস-বিমসটেক লিডারস আউটরিচ শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকবেন।

সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার দেশে ফিরবেন।



This post has been seen 1427 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১