রসরাজ নির্দোষ প্রমাণিত হলে ছেড়ে দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৬

রসরাজ নির্দোষ প্রমাণিত হলে ছেড়ে দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিউ সিলেট ডেস্ক ::::   ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পবিত্র কাবা শরীফ নিয়ে ব্যাঙ্গচিত্র পোস্ট করার ঘটনায় অভিযুক্ত রসরাজ দাস যদি নির্দোষ প্রমাণিত হয় তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। এ কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে সোমবার সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরের পরিস্থিতি বর্তমানে শান্ত আছে। পুরো ঘটনাটির ব্যাপারে তদন্ত চলছে। তদন্তে যারাই দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
এ সময় তিনি জানান, মঙ্গলবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকসহ তিনি নাসিরনগরে ঘটনাস্থল পরিদর্শনে যাবেন।
নাসিরনগর হামলা প্রতিরোধে পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগ নিষ্ক্রিয় ছিল বলে ক্ষতিগ্রস্তরা অভিযোগ করলেও স্বরাষ্ট্রমন্ত্রী তা নাকচ করে দেন। ইতোমধ্যে দায়িত্বে অবহেলার দায়ে নাসিরনগর থানার ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) প্রত্যাহার করা হয়েছে।



This post has been seen 317 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১