বিএনপি মহাসচিবের নাম রাখলেন ‘মিথ্যা ফখরুল’: হাছান মাহমুদ

প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৬

বিএনপি মহাসচিবের নাম রাখলেন ‘মিথ্যা ফখরুল’: হাছান মাহমুদ

নিউ সিলেট ডেস্ক  :::::::   বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথায় কথায় মিথ্যাচার করেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। এজন্য বিএনপি মহাসচিবের তিনি নাম দিয়েছেন ‘মিথ্যা ফখরুল’।
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘৭ নভেম্বর সৈনিক হত্যা দিবস’ শীর্ষক মানববন্ধনে হাছান মাহমুদ এই মন্তব্য করেন। মানববন্ধনের আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সেনাবাহিনীর ভেতর নানা ঘটনাপ্রবাহে সেনা-কর্মকর্তাদের নির্বিচারে হত্যার প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
৪১ বছর আগের এই দিনটিতে সেনাবাহিনীতে অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থানের পর রাষ্ট্রীয় ক্ষমতার নিয়ন্ত্রণে চলে আসেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। ওই দিন সেনাবাহিনীর জওয়ানদেরকে ব্যবহার করে আওয়ামী লীগের সে সময়ের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জাসদ সশস্ত্র বিপ্লবের চেষ্টা করে। ওই চেষ্টার অংশ হিসেবে বিপুলসংখ্যক সেনা-কর্মকর্তাকে হত্যা করা হয় যাদের প্রায় সবাই ছিলেন মুক্তিযোদ্ধা।
তবে জাসদের এই বিপ্লবের চেষ্টা হাতছাড়া হয়ে নিয়ন্ত্রণ চলে আসে জিয়াউর রহমানের হাতে। বন্দিদশা থেকে মুক্তির পর নানা ঘটনাপ্রবাহে গোটা পরিস্থিতির নিয়ন্ত্রণ চলে আসে জিয়াউর রহমানের হাতে। পরে তিনি প্রধান সামরিক আইন প্রশাসক এবং পরে রাষ্ট্রপ্রধান হয়ে গঠন করেন রাজনৈতিক দল বিএনপি।
স্বভাবতই বিএনপির কাছে দিনটি অনেক গুরুত্বপূর্ণ। তারা এই দিবসটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে। তবে আওয়ামী লীগ এই দিনটিকে পালন করে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস হিসেবে।
হাছান মাহমুদ বলেন, ‘৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস নয়। ১৯৭৫ সালের এই দিনে পাখি শিকার করার মতো মানুষ হত্যা করা হয়েছিল। এই দিনে কোনো বিপ্লব হয়নি, মানবতার বিরুদ্ধে সংগ্রাম সংঘটিত হয়েছিল। এই দিনটি হল একটি কালো দিবস।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার পেছনে যেমন জিয়াউর রহমান জড়িত ছিল, ঠিক তেমনিভাবে ৭ নভেম্বর জিয়াউর রহমান সরাসরি সেনা কর্মকর্তা হত্যায় অংশ নিয়ে ক্ষমতায় এসেছিলেন।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কঠোর সমালোচনা করেন হাছান মাহমুদ বলেন, ‘তিনি কথায় কথায় মিথ্যা কথা বলেন।’ এ সময় তিনি মির্জা ফখরুলকে ‘মিথ্যা ফখরুল’ বলেন।
হাছান মাহমুদের এই বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেন, ‘আমি কঠোর ভাষায় এর নিন্দা করি। এটি কোনো রাজনৈতিক বক্তব্য নয়, এটা নোংরামী।’
আহমেদ আযম খান বলেন, ‘কোনো রাজনৈতিক নেতা প্রতিপক্ষের কারও নিয়ে এ ধরনের কথা বলতে পারে না। এটা নিন্দনীয়। আমাদের রাজনৈতিক সংস্কৃতি নামতে নামতে এমন তলানিতে গিয়ে ঠেছেছে, রাজনীতি করাই দুঃসাধ্য হয়ে উঠেছে। আমি অবশ্যই সমালোচনা করবো, কিন্ত সেটা হতে শালীনতার মধ্যে। এ ধরনের নোংরা বক্তব্য যেমন রাজনীতির ক্ষতি করবে, তেমনি সংস্কৃতির ক্ষতি করবে।



This post has been seen 362 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১