সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০১৬
নিউ সিলেট ডেস্ক ::::: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলার ঘটনার যারা জড়িত তারা কেউ ছাড় পাবে না।’
মঙ্গলবার সাম্প্রদায়িক এই হামলার নয় দিন পর ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর বাংলাদেশে সাম্প্রদায়িকতাকে মাথা চাড়া দিতে দেব না। হামলাকারী যারাই হোক না কেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।’
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী বেলা সাড়ে ১২টার দিকে নাসিরনগরের ক্ষতিগ্রস্ত গৌর মন্দিরসহ কয়েকটি মন্দির পরিদর্শন করেন।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার, আইজিপি শহীদুল হক, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, সিআইডি প্রধান জাবেদ পাটোয়ারীসহ আরো অনেকে।
এ সময় আইজিপি বলেন, ‘ইতোমধ্যে ভিডিও ফুটেজ দেখে অনেক হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। অভিযান চলছে তাদেরকে গ্রেফতার করতে। হামলাকারী কেউ রক্ষা পাবে না।’
গত ২৮ অক্টোবর রসরাজ দাস নামে স্থানীয় এক হিন্দু যুবক ধর্ম অবমাননাকর ছবি ফেসবুকে পোস্ট করেছের বলে অভিযোগ উঠে। এরপর স্থানীয় লোকজন তাকে পুলিশে সোপর্দ করে। এ ঘটনার পরদিন শনিবার নাসিরনগরে এ নিয়ে উত্তেজনা বিরাজ করে। পরের দিন রোববার (৩০ অক্টোবর) উপজেলা সদরের কলেজ মোড়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশ চলাকালে সদরের ১৫টি মন্দির ও শতাধিক বাড়িতে হামলা করা হয়।
ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত কাজল দত্ত ও নির্মল দত্ত বাদী হয়ে গত ৩১ অক্টোবর (সোমবার) নাসিরনগর থানায় দুটি মামলা করেন। স্থানীয় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পুলিশ সদর দপ্তরের উদ্যোগে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ ঘটনায় নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদেরকে প্রত্যাহার করা হয়। পরে রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোয়াজ্জেম আহমদকেও প্রত্যাহার করা হয় |
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি