সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০১৬
নিউ সিলেট ডেস্ক ::::: টাকার বিনিময়ে প্রার্থী মনোনয়ন দিয়েছেন’ এ ধরনের আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। ঢাকার মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদের আদালতে সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলাম মঙ্গলবার বিকেলে এ মানহানি মামলাটি করেন।
বিচারক বাদীর জবানবন্দি নিয়ে আগামী ১৪ নভেম্বর আদেশের জন্য দিন ধার্য করেছেন।
নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ৭ নভেম্বর মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক ব্রাহ্মণবাড়িয়ায় এক সংবাদ সম্মেলনে বলেন, ‘উপজেলার হরিপুর ও গোকর্ণ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময় সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী ৭৫ লাখ এবং সাধারণ সম্পাদক আল মামুন সরকার ৪০ লাখ টাকার বিনিময়ে প্রার্থী মনোনয়ন দিয়েছেন। তিনি বিষয়টি প্রধানমন্ত্রীকেও জানিয়েছেন।’
মন্ত্রীর এ ধরনের বক্তব্য বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচার হয়। যাতে বাদীর মানহানি হয়েছে বলে উল্লেখ করা হয়। কেননা তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সদস্য।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি