টানা চতুর্থবার ওয়েলসের বর্ষসেরা বেল

প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৬

টানা চতুর্থবার ওয়েলসের বর্ষসেরা বেল

নিউ সিলেট ডেস্ক :::::    রিয়াল মাদ্রিদ সুপারস্টার গ্যারেথ বেল ষষ্ঠবারের মতো ওয়েলসের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। এই নিয়ে টানা চতুর্থবার দেশের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন এই ওয়েলস উইঙ্গার।
স্টোক সিটির মিডফিল্ডার জো অ্যালেন খেলোয়াড়দের ভোটে বর্ষসেরা নির্বাচিত হন এবং দর্শকদের ভোটেও সেরা হন তিনি। অন্যদিকে এক্সেটারের ১৬ বছর বয়সী তারকা ইথান আমপাদু ওয়েলসের বর্ষসেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হন।
নাতাশা হার্ডিং ওয়েলসের বর্ষসেরা নারী খেলোয়াড় নির্বাচিত হন। তবে খেলোয়াড় ও দর্শকরা সেরা নারী খেলোয়াড় হিসেবে বেছে নেন সোফি ইঙ্গলেকে। ব্রোনিন থমাস বর্ষসেরা তরুণ নারী খেলোয়াড় নির্বাচিত হন।
রিডিং ও ওয়েলস ডিফেন্ডার ক্রিস গুন্টার মিডিয়া চয়েস অ্যাওয়ার্ড জয় করেন। ফুটবল অ্যাসোসিয়েশন অব ওয়েলস বেলদের গুরু ক্রিস কোলম্যানকে দেশটির বর্ষসেরা কোচ হিসেবে ঘোষণা করে।
গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করেন বেল। এরপর চলতি বছর দু্র্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে ওয়েলসকে ইউরোর সেমিতে তুলেন তিনি; যেটি ওয়েলসের ফুটবল ইতিহাসে মেজর কোনো টুর্নামেন্টের সেরা সাফল্য। এরই পুরস্কারস্বরূপ ওয়েলসের বর্ষসেরা হলেন রিয়াল মাদ্রিদ উইঙ্গার।



This post has been seen 395 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১