আরাকানে নির্বিচারে মুসলমানদের হত্যা বন্ধের দাবি হেফাজতের

প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৬

আরাকানে নির্বিচারে মুসলমানদের হত্যা বন্ধের দাবি হেফাজতের

 নিউ সিলেট ডেস্ক ::::::    মিয়ানমারের আরাকানে নির্বিচারে মুসলমানদের হত্যা করা অভিযোগ করে দ্রুত তা বন্ধের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। মুসলিম ‘নিধন’ বন্ধ না হলে ২৫ নভেম্বরের পর আরাকান অভিমুখে লংমার্চের হুমকি দিয়েছে সংগঠনটি। এছাড়া এই দাবিতে আগামী ১৮ নভেম্বর চট্টগ্রামে এবং ২৫ নভেম্বর কক্সবাজারে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম।
বুধবার সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলাম এই কর্মসূচি ঘোষণা করে। সাংবাদিক সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন হেফাজত মহাসচিব জুনাইদ বাবুনগরী। লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
এসময় উপস্থিত ছিলেন হেফাজত সহসভাপতি তাজুল ইসলাম, যুগ্মমহাসচিব লোকমান হাকীম, মঈনুদ্দিন রুহী, সহসাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ আজাদী, ইসহাক মেহেরিয়া, হেফাজত আমিরের প্রেসসচিব মনির আহমদ প্রমুখ।
লিখিত বক্তব্যে বলা হয়, ‘আমাদের ঘরের পাশে আরাকান রাজ্যের নিরীহ, নিরস্ত্র বেসামরিক মানুষকে প্রতিদিন পশুর মতো জবাই করে হত্যা করা হচ্ছে। নারী-শিশু-আবাল-বৃদ্ধ-বনিতার ওপর হিংস্র হায়েনার মতো দলবেঁধে ঝাঁপিয়ে পড়ছে দেশটির সামরিক বাহিনী ও সরকারের লেলিয়ে দেয়া উগ্রবাদী মগ-দস্যু-সন্ত্রাসীরা। আরাকান ভূখণ্ড থেকে মুসলিম জাতিসত্তাকে সম্পূর্ণভাবে নির্মূল করে দেবার হীন উদ্দেশ্যে পূর্বঘোষিত ও পরিকল্পিত অভিযান চালানো হচ্ছে।’
লিখিত বক্তব্যে হেফাজত মহাসচিব বলেন, ‘একটি মুসলিমপ্রধান দেশ হিসেবে বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি হলো, সংখ্যাগরিষ্ঠ মানুষ তথা সর্বস্তরের মুসলমানদের পক্ষ থেকে অবিলম্বে মিয়ানমার সরকারের গণহত্যা ও অত্যাচারের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। আন্তর্জাতিকভাবে মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য কূটনৈতিক পদক্ষেপ জোরদার করুন।’
সংবাদ সম্মেলন থেকে জাতিসংঘ, ওআইসিসহ বিশ্বসংস্থাসমূহকে আরাকানের মুসলমানদের রক্ষায় কার্যকরী ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।



This post has been seen 279 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১