ডাকাতি মামলায় চার পুলিশের ১০ বছরের কারাদণ্ড

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৬

ডাকাতি মামলায় চার পুলিশের ১০ বছরের কারাদণ্ড

নিউ সিলেট ডেস্ক ::::::   একটি ডাকাতির মামলায় আর্মস পুলিশ ব্যাটালিয়নের চার সদস্য এবং এক সাংবাদিককে ১০ বছর করে কারাদণ্ডের রায় দিয়েছেন ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান। বুধবার দুপুরে তিনি এ রায় ঘোষণা করেন। রায়ে ১০ বছর কারাদণ্ডের পাশাপাশি আসামিদের ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডের নির্দেশ দেয়া হয়েছে।
দণ্ডিতরা হলেন, আর্মস ফোর্স ব্যাটালিয়নের কনস্টেবল রাজা বাবু ও আশিকুল ইসলাম এবং এএসআই শাহ আলম ও আমিনুল ইসলাম এবং সাংবাদিক পাভেল মাহমুদ।
রায়ে অভিযোগ প্রমাণিত না হওয়ায় নাজমুল হাসান নামে একজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
রায় ঘোষণার পর দণ্ডিত আসামিদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
মামলায় বলা হয়, বাদী সাইফুল ইসলামের মামা শাহিন সিঙ্গাপুর থেকে দুইটি মোবাইল সেট এবং ১০ গ্রাম স্বর্ণ পাঠান। যা বাদী শাহজালাল বিমানবন্দর থেকে নিয়ে গত বছরের ১৭ সেপ্টেম্বর রাত ৯টার দিকে বিমানবন্দর রেলস্টেশন পার্কিংয়ে এলে আসামিরা জোর করে ছিনিয়ে নেয় এবং সঙ্গে বাদীর মানিব্যাগে থাকা ১০ হাজার টাকাও নিয়ে যায়। পরে বাদীকে মারধরও করে এবং গুলি করার ভয় দেখিয়ে তারা চলে যায়। পরে বাদী জানতে পারেন তার ড্রাইভার শাহ আলমকে মারধর করে আসামিরা গাড়িতে থাকা দুই লাখ ২০ হাজার টাকা ডাকাতি করে নিয়ে গেছে। পরবর্তী সময়ে আসামিদের কাছ থেকে টাকা ও স্বর্ণালংকার উদ্ধার হয়। এ বিষয়ে আসামিরা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দিও দেন।
মামলাটিতে ২০১৫ সালের ২৩ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে রেলওয়ে থানার এস আই আলী আকবর। মামলাটির বিচারকালে আদালত ২৯ জনের মধ্যে ১৭ জনের সাক্ষ গ্রহণ করেন।



This post has been seen 382 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১