মানিকগঞ্জে প্রতিমা ভাঙচুর, আটক ১

প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৬

মানিকগঞ্জে প্রতিমা ভাঙচুর, আটক ১

নিউ সিলেট ডেস্ক :::::    মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পাইকপাড়া এলাকায় উত্তম বৈরাগীর বাড়িতে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজন হৃদয় নামে যুবককে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশে দিয়েছে। বুধবার ভোরে এ ঘটনা ঘটেছে।
সূত্রে জানা যায়, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের পাইকপাড়া এলাকায় ৭৫টি হিন্দু পরিবারের বাসবাস। বুধবার ভোরের দিকে দুর্বৃত্তরা উত্তম বৈরাগীর বাড়িতে লক্ষ্মী নারায়ণ মন্দিরের গেইট খুলে ভেতরে ঢুকে তিনটি প্রতিমা ভাঙচুর করে। টের পেয়ে স্থানীয়রা হৃদয়কে আটক করে। এসসয় দুইজন পালিয়ে যায়।
খবর পেয়ে সাটুরিয়া থানার পুলিশ ঘটনাস্থল থেকে যুবকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল্লাহ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজন একজনকে আটক করেছে। তার সাথে নাকি আরো দুই জন ছিল।
তিনি আরো বলেন, আমাদের প্রাথমিক ধারণা প্রতিমা ভাঙচুরের অভিযোগে আটক ওই যুবক মানসিক প্রতিবন্ধী।



This post has been seen 322 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১