কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাত যুবকের লাশ

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৬

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাত যুবকের লাশ

নিউ সিলেট ডেস্ক :::::    গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোরে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামসুল হুদা জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে ওই যুবক বিদ্যুৎপৃষ্টে আহত হয়েছে বলে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি হাসপাতালে ভর্তি করে। পরে হাসপাতাল থেকে পালিয়ে যায়। রাত ২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যুবকটি মারা যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। তবে কেউ নিহতের পরিচয় জানাতে পারেনি। নিহতের পরনে জিন্সের প্যান্ট রয়েছে।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক(এসআই) মো. সানোয়ার জাহান জানান, ডাক্তারা বলেছেন বিদ্যুৎপৃষ্ঠের রোগী হাসপাতালে ভর্তির ১২ ঘন্টা পর মারা গেছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।



This post has been seen 377 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১