নরসিংদীতে ট্রাক-বাস মুখোমুখি সংর্ঘষে আহত ১৫

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৬

নরসিংদীতে ট্রাক-বাস মুখোমুখি সংর্ঘষে আহত ১৫

নিউ সিলেট ডেস্ক :::::    নরসিংদীর জারতলা-সাকুরিয়া এলাকায় সিমেন্টবাহী একটি ট্রাক ও বাসের মধ্যে মুখোমুখি সংর্ঘষে ১৫ আহত হয়েছেন। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
রাজধানী ঢাকা মহাখালী থেকে ছেড়ে আসা সিটিং সার্ভিস চলনবিল ট্রান্সপোর্টের (ঢাকা মেট্রো ব ১৪-১৬০২) একটি বাস ৪২ জন যাত্রী নিয়ে ভৈরব যাচ্ছিল। বেলা ১১টা ১৫ মিনিটে জারতলা-সাকুরিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা মেট্রো সিমেন্টের (ঢাকা মেট্রো-উ-১১১৩৯৪) পণ্যবাহী দ্রুতগামী ট্রাকের সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শী আলম জানান, ট্রাকের গতিবিধি দেখে বাসের চালক গতি নিয়ন্ত্রণ করলেও ট্রাকটি বাসকে আঘাত করে। এসময় ট্রাকচালক গুরুতর আহত হয়।
বাসের হেলপার রানা (২৮) বলেন, আমরা ঠিক সাইড দিয়েই যাচ্ছিলাম। কিন্ত ট্রাকটি রং সাইডে ঢুকে মাইরা দিছে। বাসের অনেকগুলো যাত্রী আহত হয়েছেন কিন্ত কেউ গুরুতর নয়।
পাঁচদোনা পুলিশ ফাঁড়ির এএসআই প্রদীপ কুমার দাশ জানান, ট্রাক ও বাসটি তাদের হেফাজতে নেয়া হবে। এই ঘটনায় কতজন আহত হয়েছেন তা এখনও জানা যায়নি। তবে সাধারণ মানুষ বলছে ১৫/২০ জনের মতো আহত হতে পারে। বিষয়টি আমরা তদন্ত শেষে বিস্তারিত জানাতে পারব।



This post has been seen 493 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১