নোয়াখালীতে একাধিক মামলার আসামি অস্ত্রসহ গ্রেফতার

প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৬

নোয়াখালীতে একাধিক মামলার আসামি অস্ত্রসহ গ্রেফতার

নিউ সিলেট ডেস্ক ::::    নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা থেকে ২টি পাইপগানসহ শাহাদাত হোসেন ভূঁইয়া রয়েল (৩২) নামে একাধিক মামলার আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। উপজেলার নান্দীয়াপাড়া বাজার এলাকা থেকে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে ২টি দেশীয় তৈরি পাইপগান ও ২ রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেফতার করা রয়েল উপজেলার রুহুল আমিন নগর গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।
র‌্যাব-১১, সিপিসি-৩, লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর এ এম আশরাফুল ইসলাম জানান, শাহাদাত হোসেন ভূঁইয়া রয়েলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে দীর্ঘ দিন পলাতক ছিল। মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নান্দীয়াপাড়া বাজার এলাকা থেকে ২টি পাইপগান ও ২ রাউন্ড ১২ বোর শর্টগানের তাজা কার্তুজসহ তাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে অস্ত্র আইনে সোনাইমুড়ী থানায় আরও একটি মামলা হয়েছে।



This post has been seen 317 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১