সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৬
নিউ সিলেট ডেস্ক :::: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের জয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই জয়কে ট্রাম্পের অসাধারণ নেতৃত্বগুণের ফসল হিসেবেই দেখছেন শেখ হাসিনা।
৮ নভেম্বরের ভোটে প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনকে সহজেই হারিয়ে যুক্তরাষ্ট্রর ৪৫ তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশটির এই নির্বাচন নিয়ে সারা বিশ্বের মতো বাংলাদেশ সরকারেরও দৃষ্টি ছিল।
ট্রাম্পের জয় সুনিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশ তাকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দেয়। আর যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফল নিশ্চিত হয়ে যাওয়ার পর পরই অভিনন্দন বার্তা পাঠান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঠানো এক অভিনন্দনপত্রে শেখ হাসিনা বলেন, ‘আমি আশা করি, আপনার আমলে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী হবে।’ এই জয় মার্কিন জনগণের পাশাপাশি সারা বিশ্বের মানবতার জন্যও উপকারী হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একটি শক্তিশালী ও নিরাপদ বিশ্ব গড়তে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার আগ্রহের কথাও অভিনন্দন বার্তায় উল্লেখ করেন শেখ হাসিনা। বলেন, বাংলাদেশ এমন একটি শান্তিপূর্ণ বিশ্ব চায় যেখানে আমাদের পরবর্তী প্রজন্ম নিরাপদে জীবন যাপন করতে পারবে।
অভিনন্দন বার্তায় সাম্প্রতিক সমেয় বাংলাদেশের অভাবনীয় উন্নয়ন দেখতে ট্রাম্পকে সুবিধামত সময়ে বাংলাদেশে আসার আমন্ত্রণও জানান শেখ হাসিনা।
ট্রাম্প, তার পরিবার ও তার ছেলেমেয়ের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী জীবন কামনার পাশাপাশি যুক্তরাষ্ট্রের নাগরিকদেরকেও শুভকামনা জানান শেখ হাসিনা।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি