হিলারি শিবির‘হতভম্ভ’হিসাব মিলাতে পারছেন না

প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৬

হিলারি শিবির‘হতভম্ভ’হিসাব মিলাতে পারছেন না

নিউ সিলেট ডেস্ক ::::: মার্কিন প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় ২৭০ ইলেকটোরাল ভোটের ৬ ভোট দূরে রয়েছেন রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ওদিকে ২১৫টি ইলেকটোরাল ভোটে স্থির হয়ে আছেন ডেমোক্র্যাট হিলারি। এই হিসাব স্পষ্ট করে দিচ্ছে যে, হিলারির জয়ের সম্ভাবনা একেবারেই ক্ষীণ।
মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ৪২টির ভোটের ফলাফল প্রকাশিত হয়েছে। গুরুত্বপূর্ণ রাজ্যগুলোসহ সিনেট, হাউজ অব রিপ্রেজেনটেটিভস ও ইলেকটোরাল ভোটে এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
সিনেটে সংখ্যাগরিষ্ঠ থাকার ব্যাপারে ডেমোক্রেটিক দলের অনেক আত্মবিশ্বাস থাকলেও স্পষ্টত এগিয়ে আছে রিপাবলিকান দল। সিনেটের ১০০টি আসনের মধ্যে ৪৯টি নিয়ে এগিয়ে আছে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। আর ডেমোক্রেটদের ভাগে পড়েছে ৪৬টি আসন। সিনেটে আর ৬টি আসন জিতলেই সিনেট জয় নিশ্চিত হয়ে যাবে ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান পার্টির। হাউজ অব রিপ্রেজেনটেটিভস এ রিপাবলিকানরা জিতেছে ২১৫টি আসন এবং ডেমোক্রেটিকরা ১৫০টি।
নির্বাচনে জেতার জন্য ১৩টি অঙ্গরাজ্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধরা হচ্ছে। সেগুলো হচ্ছে আরিজোনা, কলারাডো, ফ্লোরিডা, জর্জিয়া, আইওয়া, মিশিগান, নেভাদা, নিউ হ্যাম্পশায়ার, নর্থ ক্যারোলিনা, ওয়াহিও, পেনসেলভেনিয়া, ভার্জিনিয়া ও উইসকনসিন
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে ওয়াশিংটন, নিউ ইয়র্ক, কলারাডো, কানেকটিকাট, মিনেসোটা, ভার্জিনিয়াতে জয়ী হয়েছেন হিলারি ক্লিন্টন এবং ওয়াহিওতে জিতেছেন ডোনাল্ড ট্রাম্প। উইসকনসিন, আইওয়া, পেনসেলভেনিয়া, আলাবামা, আরিজোনা, নর্থ ক্যারোলিনা ও জর্জিয়াতে ও জিতেছেন ট্রাম্প। সূত্র: রয়টার্স, ফক্স নিউজ



This post has been seen 356 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১