মারামারি দিয়ে শুরু স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটির যাত্রা

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৬

মারামারি দিয়ে শুরু স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটির যাত্রা

নিউ সিলেট ডেস্ক :::::::   নতুন কমিটি নিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে চাঙা ভাব বিরাজ করছিল। কমিটি ঘোষণার পর এ নিয়ে কোনো ধরনের ক্ষোভ-বিক্ষোভ না হলেও জাতীয় প্রেসক্লাবে প্রথম অনুষ্ঠানে কতিপয় নেতাকর্মী তা পুষিয়ে দিয়েছেন!
বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে সিপাহী বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভার আয়োজন করে স্বেচ্ছাসেবক লীগ। বেলা ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হলেও আগেভাগেই ঢাকা মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিলসহ প্রেসক্লাবে উপস্থিত হন। কিন্ত হঠাৎ করেই মিলনায়তনের পেছনের দিকে শুরু হয় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ।
এ ঘটনায় কমপক্ষে পাঁচজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টায় আলোচনা সভা শুরু হওয়ার কথা ছিল। সভায় ড. খন্দকার মোশাররফ হোসেন প্রধান অতিথি ছিলেন। তবে তিনি আসার আগেই দুই পক্ষের সংঘর্ষ বাঁধে। দুই পক্ষই একে অপরকে লাঠি এবং চেয়ার দিয়ে আঘাত করে।
সংঘর্ষের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি শফিউল বারী বাবু এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুঁইয়া। তারা মাইকে নেতাকর্মীদের শান্ত হওয়ার আহ্বান জানালেও তা কেউ আমলে নেয়নি। কিছুক্ষণ সংঘর্ষ চলার পর  থেমে যায়।
সংঘর্ষের এক পর্যায়ে প্রেসক্লাব কর্তৃপক্ষ মিলনায়তনের বিদ্যুৎসংযোগ বন্ধ করে দেয় বলেও জানা গেছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি শফিউল বারী বাবু বলেন, ‘স্বেচ্ছাসেবক দল একটি সুশৃঙ্খল সংগঠন। এখানে বিশৃঙ্খলাকারীদের স্থান নেই। কিছু অসাধু লোক এখানে ঢুকে বিশৃঙ্খলার সৃষ্টি করেছে। আমরা তাদের চিহ্নিত করেছি। তাদের বিরুদ্ধে সংগঠনের নিয়মানুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।



This post has been seen 387 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১