গণতন্ত্র হত্যাকারীরাই ৭ নভেম্বরকে চাপিয়ে রাখতে চায়ঃ রিজভী

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৬

গণতন্ত্র হত্যাকারীরাই ৭ নভেম্বরকে চাপিয়ে রাখতে চায়ঃ রিজভী

 নিউ সিলেট ডেস্ক ::::::    আওয়ামী লীগকে গণতন্ত্রের হত্যাকারী দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল রিজভী বলেছেন, ‘আপনাদের দখলি সত্তা, দস্যুবৃত্তিকে ঢাকতেই ৭ নভেম্বরকে সমাহিত করতে চান। কারণ আপনারা গণতন্ত্রের হত্যাকারী। যারা গণতন্ত্রের হত্যাকারী তারাই ৭ নভেম্বরকে চাপিয়ে রাখতে চায়।’
বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবসের আলোচনা সভায় রিজভী এসব কথা বলেন।
সমাবেশের অনুমতি না দেয়ায় সরকারের সমালোচনা করে রিজভী জানান, আগামী ১৩ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে তারা সমাবেশ করতে চান। ইতোমধ্যে তারা পুলিশের অনুমতি চেয়েছেন। এবার পুলিশ এই সমাবেশের অনুমতি দেবে বলে আশা করেন রিজভী।
সমাবেশের অনুমতি দেয়ার আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘আমরা আবার আবেদন-নিবেদন করছি, বাংলাদেশের বৃহত্তর দল বিএনপির ঐতিহাসিক ও অবিস্মরণীয় দিবসটি পালনের জন্য আপনারা অনুমতি দেবেন।’
আওয়ামী লীগের কাউন্সিলের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘আপনারা চান আওয়ামী লীগ ছাড়া কোনো দলের সভা-সমাবেশ হবে না। আওয়ামী লীগ ছাড়া কেউ কোনো ভালো কাউন্সিল করতে পারবে না। আওয়ামী লীগ ছাড়া কেউ মরিচ বাতি দিয়ে ঢাকা শহর দখল করতে পারবে না।’
শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান মো. মেলিম ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পিএনপি নেতা কাদের গনী চৌধুরী, শহীদুল ইসলাম বাবুল, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, প্রফেসর এবিএম ওবায়দুল ইসলাম প্রমুখ।



This post has been seen 305 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১