এমাজউদ্দীন ইতিহাস বিকৃতি করছেনঃ ডেপুটি স্পিকার

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৬

এমাজউদ্দীন ইতিহাস বিকৃতি করছেনঃ ডেপুটি স্পিকার

নিউ সিলেট ডেস্ক :::::    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হয়ে তিনি ইতিহাস নিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন। উনার মত জ্ঞানপাপিরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেশের প্রথম রাষ্ট্রপতি বলতে চান না। আসলে এই এমাজউদ্দিন স্বপ্ন দেখেন বিএনপি কোনদিন ক্ষমতায় আসলে তিনি রাষ্ট্রপতি হবেন। আর এই কারণেই তিনি ইতিহাস বিকৃতি করছেন। আবোল-তাবোল বকছেন। উল্টা-পাল্টা বক্তব্য দিচ্ছেন। এই জ্ঞান পাপিদের বলব, ইতিহাস নিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য দিবেন না।
বুধবার জাতীয় প্রেস ক্লাবে ৩ নভেম্বরের জাতীয় চার নেতার স্মরণে ও ৭ নভেম্বরের সৈনিক হত্যা দিবস উপলক্ষে আওয়ামী সাংস্কৃতিক পরিষদের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এর আগে মঙ্গলবার রাজধানীতে এক আরোচনায় সভায় জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি দাবি করে এক বক্তব্য দেন বিএনপি ঘরনার পেশাজীবী এমাজউদ্দীন।
ফজলে রাব্বি বলেন, বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করে ক্ষমতায় যেতে চায়, যেমনটি করে ক্ষমতা দখল করেছিল জিয়াউর রহমান। ৭ নভেম্বর জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা সৈনিকদের বেছে বেছে হত্যা করেছিল।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আয়োজক সংগঠনের সভাপতি ইসমত কবির গামা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।



This post has been seen 291 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১