প্রধান বিচারপতির,স্পিকারের সমমর্যাদা আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০১৬

প্রধান বিচারপতির,স্পিকারের সমমর্যাদা আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

নিউ সিলেট ডেস্ক ::::::    রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রম সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার ৬২ পৃষ্ঠার এই রায় প্রকাশিত হয়।
২০১৫ সালের ১১ জানুয়ারি এই রায় দেওয়া হয়।
প্রকাশিত রায়ে রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রমের (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) ৩-এ থাকা স্পিকারের সমমর্যাদায় নিয়ে আসা হয়েছে পদমর্যাদা ক্রমের ৪ এ থাকা প্রধান বিচারপতিকে।
সমমর্যাদার এই বিষয়টি জানিয়েছেন সুপ্রিমকোর্ট এর হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজ।
উল্লেখ্য যে, ১৯৮৬ সালের ওয়ারেন্ট অব প্রিসিডেন্স-এর বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের তৎকালীন মহাসচিব মো. আতাউর রহমান ২০০৬ সালে একটি রিট আবেদন করেন।
এর পরিপ্রেক্ষিতে, ২০০৬ সালের ১৪ ডিসেম্বর জেলা জজদের পদমর্যাদা সচিবদের নিচে দেখানো কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দেন হাইকোর্ট।
ওই রুলের শুনানি শেষে ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি দেওয়া রায়ে আটটি নির্দেশনা দেওয়া হয়। এ নির্দেশনা অনুসারে ৬০দিনের মধ্যে নতুন তালিকা তৈরি করতে নির্দেশ দেন হাইকোর্ট।
পরে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ।



This post has been seen 301 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১