বিএনপিকে দেখা দেয়নি ডিএমপি

প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০১৬

বিএনপিকে দেখা দেয়নি ডিএমপি

নিউ সিলেট ডেস্ক :::::::    জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দুই দফা চেষ্টা করেও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অনুমতি না পাওয়ায় রাজধানীতে সমাবেশ করতে পারেনি বিএনপি। সর্বশেষ ১৩ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিলেও এখনো অনুমতি পায়নি দলটি। অনুমতি পাওয়ার জন্য ধরনা দিয়েও কোনো ফল হচ্ছে না।
বৃহস্পতিবার বিকালে বিএনপির একটি প্রতিনিধিদল ডিএমপি কার্যালয়ে গিয়েছিল অনুমতির জন্য। ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তাদের অনুমতির জন্য আবেদন করার কথা ছিল। কিন্ত বেশ কিছুক্ষণ অপেক্ষা করলেও ডিএমপির ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার সাক্ষাৎ পাননি বিএনপির নেতারা।
পরে তারা ডিএমপির অভ্যর্থনা কক্ষে দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছে তাদের আগমনের কথা কমিশনারের কাছে পৌঁছে দেয়ার জন্য বলে চলে আসেন।
প্রতিনিধিদলের সদস্য বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, ‘সমাবেশের অনুমতির জন্য ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে আবেদন দেয়ার জন্য তার কার্যালয়ে গিয়েছিলাম। কিন্ত প্রথমে আমাদের বলা হলো, তিনি (কমিশনার) বাইরে চলে গেছেন। পরে বললাম, অন্য ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি আছেন তাদের কারো সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করুন। কিন্ত কিছুক্ষণ পর এসে জানানো হলো সবাই মিটিংয়ে ব্যস্ত, এখন সাক্ষাৎ করা যাবে না।’
আব্দুস সালাম জানান, ডিএমপি কমিশনার শুক্রবার বা শনিবার সময় দিলে তারা আবার যাবেন বলে জানিয়ে এসেছেন।
প্রতিনিধিদলে আরো ছিলেন চেয়ারপারসনের আরেক উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া, সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন, সাবেক সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম।



This post has been seen 307 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১