নড়াইলের গৃহবধূকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০১৬

নড়াইলের গৃহবধূকে পিটিয়ে হত্যা

নিউ সিলেট ডেস্ক :::::::   নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের পাইকাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে নাছিমা আক্তার (২৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছেন। এ ঘটনায় নিহতের স্বামীর বড় ভাইকে আটক করেছে পুলিশ।
নাছিমার স্বজনেরা অভিযোগ করেন, প্রায় চার বছর আগে পাইকাড়া গ্রামের আক্কেল ভূঁইয়ার ছেলে তাহলিমের সঙ্গে পাশের আউড়িয়া গ্রামের আবির সরদারের মেয়ে নাছিমার বিয়ে হয়। কিন্ত বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে নাছিমাকে তার স্বামী শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল।
বৃহস্পতিবার সকালে নাছিমাকে পিটিয়ে হত্যা করে গলায় রশি দিয়ে ঘরের মধ্যে ঝুলিয়ে রাখা হয়। দাম্পত্য জীবনে রাজ নামে তাদের এক ছেলে সন্তান রয়েছে।
সদর থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, ময়নাতদন্তের জন্য নাছিমার মৃতদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে, জিজ্ঞাসাবাদের জন্য তাহলিমের বড় ভাই আলিমকে আটক করেছে পুলিশ। তাহলিমসহ অন্যরা পালিয়ে গেছে।



This post has been seen 449 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১