নোয়াখালীতে ট্রলার ডুবিতে নিহত ৩, আহত ৩০

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০১৬

নোয়াখালীতে ট্রলার ডুবিতে নিহত ৩, আহত ৩০

নিউ সিলেট ডেস্ক :::::   নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বামনী নদীতে ট্রলার ডুবিতে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩০ জন।
বৃহস্পতিবার দুপুরে চরএলাহী ইউনিয়নের দূর্গম উরির চর সংলগ্ন এ বামনী নদীতে এ ট্রলার ডুবির ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- উড়িরচর গ্রামের আলী আহাম্মেদের ছেলে আসিফ (১৩) ও ওই গ্রামের ইব্রাহিমের ছেলে হৃদয় (৫)। অজ্ঞাত (১৫) অপর শিশুর পরিচয় জানা যায়নি।
চরএলাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক জানান, চরএলাহী ইউনিয়নের ভরিতলা ঘাট থেকে বেশ কয়েকজন যাত্রী নিয়ে একটি ট্রলার বামনী নদী দিয়ে উড়ির চরে যাওয়ার সময় ডুবে যায়। এ সময় কয়েকজন সাঁতরে তীরে উঠে এলেও এখনো বেশ কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছেন।
স্থানীয় ভাবে বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
কোম্পানীগঞ্জ থানার এস আই রবিউল হক দুইজন শিশু ও যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।



This post has been seen 541 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১