টাঙ্গাইলে ঘুষ নেওয়ার সময় ভূমি কর্মকর্তা আটক

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০১৬

টাঙ্গাইলে ঘুষ নেওয়ার সময় ভূমি কর্মকর্তা আটক

নিউ সিলেট ডেস্ক ::::::::    টাঙ্গাইলের ভূঞাপুর ভূমি অফিসের গোবিন্দাসী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আনসার আলীকে ঘুষ গ্রহণকালে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গোপন সংবাদের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশনের একটি দল বৃহস্পতিবার দুপুরে তাকে আটক করে।
দুর্নীতি দমন কমিশনের ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ার বলেন, সুনির্দিষ্ট
অভিযোগের ভিত্তিতে দুদকের একটি দল টাঙ্গাইলের ভূঞাপুর ভূমি অফিসে ফাঁদ পাতে। এ সময় ৫ হাজার টাকা ঘুষ গ্রহণকালে তাকে হাতেনাতে আটক করা হয়।
তিনি বলেন, এক ব্যক্তি তার পৈতৃক সম্পত্তি নামজারি বিষয়ে সরকারি ফি জমা দিলেও তা সুরাহা করেতে পাচ্ছিলেন না। দীর্ঘদিন ধরে আনসার আলীর মাধ্যমে তিনি হয়রানির শিকার হচ্ছিলেন। এক পর্যায়ে ওই ব্যক্তির কাছে আনসার আলী দশ হাজার টাকা ঘুষ দাবি করেন। ওই ব্যক্তি ঘুষ দিতে রাজি না হয়ে আমাদের সাথে যোগাযোগ করে। পরে আমাদের পরামর্শ মোতাবেক তিনি ৫ হাজার টাকা দিতে রাজি হন। আজ (বৃহস্পতিবার) ঘুষ প্রদানের দিন ধার্য করে আমাদের একটি দল গোপনে ওই অফিসে ফাঁদ পাতেন। এ সময় ঘুষ গ্রহণকালে তাকে হাতেনাতে ধরতে সক্ষম হই। তার বিরুদ্ধে ইতোপূর্বে অসংখ্য অভিযোগ রয়েছে। এ ঘটনায় ভূঞাপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



This post has been seen 297 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১