‘বিএনপি জনগণের আস্থা হারিয়ে বিদেশিদের উপর নির্ভরশীলঃ কামরুল

প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০১৬

‘বিএনপি জনগণের আস্থা হারিয়ে বিদেশিদের উপর নির্ভরশীলঃ কামরুল

নিউ সিলেট ডেস্ক ::::::    খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি স্বক্রিয়তা হারিয়ে এখন বিদেশিদের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। বিদেশিদের ক্ষমতার পালাবদলে এ দেশের রাজনৈতিক পট পরিবর্তনের আশা করছে। তারা এখন আর জনগণের ওপর ভরসা করতে পারছেনা। যার কারণে ছলে বলে কৌশলে ক্ষমতায় যাওয়ার নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের এ ব্যর্থ আশা কখনো পূরণ হবে না।
তিনি বলেন, যারা জনগণের ওপর আস্থা হারিয়ে বিদেশিদের উপর নির্ভরশীল হয়ে পড়ে তারা কখনো এদেশের রাষ্ট্রক্ষমতায় বসতে পারে না।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের হলরুমে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে নূর হোসেন স্মৃতি সংসদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
কামরুল বলেন, বিএনপি ক্ষমতার জন্য গায়ে পেট্রোল ঢেলে মানুষ মারতেও দ্বিধাবোধ করছেনা। তারা বুঝতে পেরেছে জনগণ বহুকাল আগে তাদের প্রত্যাহার করেছে।
নূর হোসেন স্মৃতি সংসদের সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সংগঠনের সাধারণ সম্পাদক তসলিম আহমেদ প্রমুখ।



This post has been seen 355 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১