দেশবিরোধী শক্তিকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : নাসিম

প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০১৬

দেশবিরোধী শক্তিকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : নাসিম

নিউ সিলেট ডেস্ক ::::::::    ২০১৯ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যে কোনো মূল্যেই শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। দেশবিরোধী শক্তিকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। ওরা ক্ষমতায় আসলে আবারো রাজাকারের দেশে পরিণত করবে।
বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ী চেকপোস্ট মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০১৯ সালের নির্বাচন আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জ।
বিএনপিকে আগামী নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে নাসিম বলেন, নির্বাচনে আসেন, খেলা হবে নির্বাচনী মাঠে। জ্বালাও পোড়াও করে কোনো লাভ হবে না।
সদ্য সমাপ্ত আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে পুনরায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে এ সংবর্ধনা দেওয়া হয়।
এছাড়াও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, পেট্টোবাংলার সাবেক চেয়ারম্যান ড. হোসেন মনসুর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আব্দুল খালেক এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় মেরিনা জাহান কবিতাকেও সংবর্ধনা দেওয়া হয়।
মোহাম্মদ নাসিম বলেন, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে একজন প্রার্থীর পক্ষে বিএনপি প্রতিনিধি পাঠিয়েছিল। বিএনপির সমর্থন করার কারণেই ওই প্রার্থী হেরে গেছেন। আমেরিকায় যে সরকারই ক্ষমতায় আসুক বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় থাকবে।
জেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশে নাসিম বলেন, কোনো প্রার্থী আমার নাম কিংবা ছবি ব্যবহার করে ক্যানভাস করবেন না। দলের মধ্যে কোনো কোন্দলের চেষ্টা করবেন না। শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন তার পক্ষেই সকলকে কাজ করতে হবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, গাজী ম ম আমজাদ হোসেন মিলন এমপি, আব্দুল মজিদ মণ্ডল এমপি, তানভীর ইমাম এমপিসহ আরো অনেকে।



This post has been seen 353 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১