সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০১৬
নিউ সিলেট ডেস্ক :::::: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে ‘আদিবাসী’ শব্দটিকে ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী’ বলে আখ্যায়িত করায় শান্তিচুক্তি সম্পাদনের পরও পাহাড়ি জনপদ সুস্থির হয়নি, অস্থির রয়ে গেছে।
বৃহস্পতিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে ‘বিপ্লবী লারমা তুমি চিরদীপ্যমান প্রজন্ম থেকে প্রজন্মে’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। পার্বত্য জনসংহতি সমিতির (জেএসএস) প্রতিষ্ঠাতা বিপ্লবী মানবেন্দ্র নারায়ণ লারমার ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সভাটি আয়োজিত হয়।
বিমানমন্ত্রী বলেন, ১৯৭২ সালে সংবিধান রচনা করার সময় আদিবাসীদের সাংবিধানিকভাবে স্বীকৃতি দানের একটা সুযোগ ছিল, কিন্ত তা করা হয়নি তখন। পরবর্তী সময়ে বেশ কয়েকবার সংবিধান সংশোধন করার মাধ্যমে সেই ভুল সংশোধন করার সুযোগ এলেও আমরা তা করতে পারিনি।
ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন বলেন, আমাদের মুক্তিযুদ্ধ শুধু পাকিস্তানি শাসকচক্রের শোষণ-নির্যাতন আর নিষ্পেষণের বিরুদ্ধে ছিল না। এটা ছিল ধর্ম-বর্ণ নির্বিশেষে সারা দেশের মানুষের সুখে-শান্তিতে বেঁচে থাকার সংগ্রাম। কিন্ত সেই স্বপ্ন আর বাস্তবায়িত হয়নি।
পার্বত্য চট্টগ্রাম নিয়ে চিন্তাশীলদের উদ্দেশে মেনন বলেন, পার্বত্য চট্টগ্রাম সমস্যা রাজনৈতিক। তাই সেখানকার সমস্যা রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে।
কবি মুহাম্মদ সাসাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি, প্রাবন্ধিক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ, প্রফেসর সাদেকা হালিম, জেএসএসের শক্তিপদ ত্রিপুরা প্রমুখ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি