ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে : জামায়াত

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০১৬

ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে : জামায়াত

নিউ সিলেট ডেস্ক :::::    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছে জামায়াতে ইসলামী। বাংলাদেশের স্বাধীনতা বিরোধী দলটি আশা করছে, এই মার্কিন নেতা সুখী-সমৃদ্ধশালী জীবন পাবেন এবং তিনি সফল হবেন।
৮ নভেম্বরের ভোটে বিশ্বের সবচেয়ে বেশি ক্ষমতাধর দেশের ৪৫ তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারের শুরু থেকেই তিনি অভিবাসী ও মুসলিমদের বিরুদ্ধে উগ্র ও ঘৃণাসূচক বক্তব্য দিয়ে আলোচনায় আসেন। উগ্র ও আক্রমণাত্মক বক্তব্যের কারণে বরাবরই সমালোচনার মুখে পড়েছেন তিনি। আর সব কটি জরিপে পিছিয়ে থাকলেও সবাইকে হতবাক করে দিয়ে নির্বাচনে জয় পান ট্রাম্পই।
ট্রাম্প জেতায় যুক্তরাষ্ট্রে অভিবাসী ও মুসলিমদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এরই মধ্যে প্রতিবেশী দেশ কানাডার ইমিগ্রেশনের খোঁজ খবর নিতে শুরু করেছেন অনেকেই। আবার ভোটের ফলাফলের বিরুদ্ধে নজিরবিহীনভাবে এর প্রতিবাদে বিক্ষোভ হচ্ছে যুক্তরাষ্ট্রে। এমনকি ক্যালিফোর্নিয়ায় যুক্তরাষ্ট্র থেকে আলাদা হয়ে যাওয়ার মত দাবি উঠেছে। বিক্ষোভ হয়েছে দেশের বেশ কটি বাণিজ্যিক শহরেও। শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জন করে প্রতিবাদে শামিল হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও।
এই অবস্থায় জামায়াতের আমি মকবুল আহমাদ তার বিবৃতিতে ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘তার (ট্রাম্প) এই বিজয় গণতন্ত্রেরই বিজয়।
মকবুল বলেন, ‘মি. ডোনাল্ড জে. ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেণ্ট নির্বাচিত হওয়ায় আমি আমার এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি।
জামায়াত নেতা বলেন, ‘আমি আশা করি দলমত ও জাতি-ধর্ম নির্বিশেষে তিনি তার দেশসহ সমগ্র বিশ্বে শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্র ও মানবাধিকার সমুন্নত রাখার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র আরও উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলেও আশা করেন মকবুল আহমাদ। বলেন, ‘বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে।



This post has been seen 393 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১