গুলশান থানায় দায়ের করা সেনা উসকানি মামলায় মান্নার জামিন

প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০১৬

গুলশান থানায় দায়ের করা সেনা উসকানি মামলায় মান্নার জামিন

নিউ সিলেট ডেস্ক  ::::::   রাজধানীর গুলশান থানায় দায়ের করা সেনা উসকানি মামলায় নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নাকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো.আতাউর রহমান খান এ বিষয়ে জারি করা রুল শুনানি করে বৃহস্পতিবার আদেশ দেন।
আদালতে মান্নার পক্ষে ছিলেন ইদ্রিসুর রহমান। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড.বশিরউল্লাহ।
২০১৫ সালে ২৪ ফেব্রুয়ারি ‘সেনা বিদ্রোহে উসকানি’ দিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে একটি মামলা হয় মান্নার বিরুদ্ধে। পরবর্তীতে ৫ মার্চ রাষ্ট্রদ্রোহের অভিযোগে আরও একটি মামলা হয় তার বিরুদ্ধে। এই দুই মামলায় হাইকোর্টে জামিন আবেদনের করলে গত ২১ মার্চ হাইকোর্ট রুল জারি করে। রাষ্ট্রদ্রোহ মামলার রুলের চূড়ান্ত শুনানি শেষে ৩০ আগস্ট মান্নাকে জামিন দেন হাইকোর্ট। তবে এর বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। যেটা এখন আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।



This post has been seen 394 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১