প্রচারের সময় ট্রাম্প-শিবিরের সঙ্গে যোগাযোগ ছিল রাশিয়ার

প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০১৬

প্রচারের সময় ট্রাম্প-শিবিরের সঙ্গে যোগাযোগ ছিল রাশিয়ার

নিউ সিলেট  ডেস্ক ::::::  নির্বাচনী প্রচার চলার সময় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচারশিবিরের সঙ্গে যোগাযোগ ছিল রাশিয়ার।
রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সেরগেই রায়বকভ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে এ কথা জানান। তিনি বলেন, ‘যোগাযোগ ছিল।’ তবে এর বেশি কিছু জানাননি তিনি।
নির্বাচনী প্রচারের সময় ট্রাম্পকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘পুতুল’ বলে মন্তব্য করেছিলেন পরাজিত প্রার্থী হিলারি ক্লিনটন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছিলেন, ডেমোক্রেটিক পার্টির ইমেইল হ্যাক করেছে রাশিয়া। তবে সেই সময় মস্কো বিষয়টি নাকচ করে।
ট্রাম্প বলেছেন, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগে তিনি পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। তবে পুতিনের মুখপাত্র বলেছেন, বর্তমানে এ ধরনের বৈঠকের কোনো পরিকল্পনা নেই।
বুধবার ট্রাম্পের বিজয়ের পর রাশিয়ার পার্লামেন্টে করতালি দিয়ে স্বাগত জানানো হয়। পুতিন বিদেশি রাষ্ট্রদূতদের বলেন, তিনি ওয়াশিংটনের সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপনে প্রস্তুত।
রায়বকভ বলেন, রিপাবলিকানদের জয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনন্দের বা স্ফূর্তির অনুভূতি নেই। দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার কথা জানান তিনি। তিনি বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের প্রশাসন থেকে বিশেষ কিছু আশা করছি না।



This post has been seen 404 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১