সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০১৬
নিউ সিলেট ডেস্ক :::: ধর্মনিরপেক্ষ শক্তি বলে দাবি করা আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে কীভাবে হিন্দুদের ওপর হামলা হয় সেই প্রশ্ন রেখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বাংলাদেশে একটি গোষ্ঠী সাম্প্রদায়িক বিভেদ তৈরি করতে চেষ্টা করছে অভিযোগ করে আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত দেন তিনি।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে নাসিরনগরসহ সারা দেশের হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়ি-ঘরে হামলা, লুটপাটের প্রতিবাদে এক মানববন্ধনে এ কথা বলেন রিজভী। মানববন্ধনের আয়োজন করে সাম্প্রদায়িক সম্প্রীতি ফোরাম নামের একটি সংগঠন।
রিজভী বলেন, ‘বাংলাদেশের ঐতিহ্য সম্প্রদায়িক সম্প্রীতি। আবহমানকাল থেকে আমাদের এ ঐতিহ্য চলে আসছে। কিন্ত যারা ধর্ম নিরোপেক্ষতার কথা বলছে তাদের শাসন আমলে কেন হিন্দুদের ওপর হামলা হচ্ছে?
বিএনপির এই নেতা বলেন, ‘বরাবরই বড় গলায় বলে তারা সেক্যুলারিজম, তারা ধর্ম নিরেপক্ষ তাদের আমলে কেন বারবার হিন্দুদের ওপর হামলা করা হচ্ছে।
রিজভী বলেন, এই মাটিতে, আবহমান বাংলায় যারা বিভেদ সৃষ্টি করতে চায়। তাদেরকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে, তাদের প্রতিহত করতে হবে।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের ওপর পরিকল্পিত হামলা করা হয়েছে বলে অভিযোগ করেন রিজভী। বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যেই এই ঘটনা ঘটানো হয়েছে।
বিএনপির এই নেতা বলেন, ‘আজকে দেশে কোন মানুষের নিরাপত্তা নেই। হিন্দুদের ওপর নির্বচারে হামলা হচ্ছে, মন্দিরে ভাঙচুর, অগ্নিসংযোগ করা হচ্ছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান-সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই সাম্প্রদায়িক হামলা মোকাবেলা করতে হবে।
সাবেক সচিব তপন মজুমদারের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, নির্বাহী কমিটির গবেষণা সম্পাদক গৌতম চক্রবর্তী প্রমুখ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি