সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে প্রস্তাব দিবে বিএনপি : আমির খসরু

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০১৬

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে প্রস্তাব দিবে বিএনপি : আমির খসরু

নিউ সিলেট ডেস্ক :::::   সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে বিএনপির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে শুক্রবার দুপুরে ‘বর্তমান প্রেক্ষাপটে ৭ নভেম্বরের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সভার আয়োজন করে স্বাধীনতা ফোরাম।
আমির খসরু বলেন, নির্বাচন কমিশনের কাজ হলো ভোটারদের ভোট নিশ্চিত করা। যার মাধ্যমে বাংলাদেশে প্রতিনিধিত্বপূর্ণ একটি সংসদ হবে। সে বিষয়টি মাথায় রেখে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করার জন্য বিএনপির পক্ষ থেকে প্রয়োজনীয় একটি প্রস্তাব দেওয়া হবে।
৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস সম্পর্কে তিনি বলেন, ৭ নভেম্বরের আগে দেশ স্বাধীন হলেও জাতিসত্তা ছিল না। এইদিন আমরা আমাদের জাতিসত্তা ফিরে পেয়েছিলাম। ওইদিন যে জাতিসত্তা ফিরে এসেছিল তা বর্তমানে অনুপস্থিত।
স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমত উল্লাহ’র সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, এলডিপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।



This post has been seen 346 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১