সিরাজগঞ্জে প্রাইভেটকার খাদে পড়ে, স্বামী-স্ত্রী নিহত

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০১৬

সিরাজগঞ্জে প্রাইভেটকার খাদে পড়ে, স্বামী-স্ত্রী নিহত

নিউ সিলেট ডেস্ক :::::   সিরাজগঞ্জের সলঙ্গায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরো চারজন আহত হয়েছেন।
শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গা থানার চড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওয়ালটন গ্রুপের সহকারী প্রকৌশলী টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার কালিহাতী গ্রামের সৈয়দ আবু বক্কার সিদ্দিকীর ছেলে সাখাওয়াত হোসেন (৩৫)  তার স্ত্রী হালিমা আক্তার (২৫)।
আহতরা হলেন- একই পরিবারের সৈয়দ আবু বক্কার সিদ্দিকী (৬৫), তার স্ত্রী সালেহা খাতুন (৫৫), মেয়ে তুলি খাতুন (২৫)  দ্বীপ (৮)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, সাখাওয়াত হোসেন পরিবারসহ প্রাইভেটকারযোগে টাঙ্গাইল থেকে নাটোরের বনপাড়ায় আত্মীয়ের বাড়ি বেড়াতে যাচ্ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে প্রাইভেটকারটি ঘটনাস্থলে পৌঁছলে প্রাইভেটকারটির চাকা খুলে যায়। এ সময় কারটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে প্রাইভেটকারে থাকা একই পরিবারের ৬ জন গুরুতর আহত হন।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা সোয়া ১টার দিকে সাখাওয়াত ও হালিমা আক্তার মারা যান। বাকীরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।



This post has been seen 400 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১