গাইবান্ধার সাঁওতাল হত্যাকাণ্ড ও লুটপাটের সুষ্ঠু বিচার দাবি

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০১৬

গাইবান্ধার সাঁওতাল হত্যাকাণ্ড ও লুটপাটের সুষ্ঠু বিচার দাবি

নিউ সিলেট ডেস্ক :::::   গাইবান্ধায় সাঁওতাল হত্যাকাণ্ড ও লুটপাটের ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন বিশিষ্টজনেরা। তারা বলেন, এ রকম নিষ্ঠুর, অমানবিক ও মানবাধিকার লঙ্ঘন করার মতো ঘটনা স্বাধীন বাংলাদেশে ঘটতে পারে, তা প্রত্যক্ষ করলে গা শিউরে ওঠে।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গাইবান্ধায় সাঁওতালদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন।
বাংলাদেশ আদিবাসী ফোরাম, জাতীয় আদিবাসী পরিষদ ও নাগরিক সমাজের ব্যানারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেন, আমরা জোর গলায় বলতে চাই, সাঁওতালরা ঠিক যে অবস্থায় ছিল, সেই জায়গায় তাদের ফিরিয়ে আনা হোক। তাদের ত্রাণের আওতায় না এনে ক্ষতিপূরণ দেওয়া হোক।
লেখক, গবেষক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, আমরা নাসিরনগরে দেখেছি, গাইবান্ধায় দেখলাম, এটা চরম মানবাধিকার লঙ্ঘনের কাজ।
সংবাদ সম্মেলনে বক্তব্য পাঠ করেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৬ ও ৭ নভেম্বর গাইবান্ধা জেলার সাহেবগঞ্জ ও বাগদা ফার্ম এলাকায় পরিকল্পিতভাবে পুলিশ ও সন্ত্রাসী বাহিনী সাঁওতালদের ওপর আক্রমণ চালায়। পুলিশের উপস্থিতিতে চিনিকল মালিকের সন্ত্রাসীরা তাদের বাড়িঘরে আগুন দেয়। পুলিশের গুলিতে চারজন সাঁওতাল নিহত হন।
এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে সুষ্ঠু বিচার নিশ্চিত; মিল কর্তৃপক্ষের দুর্নীতির তদন্ত; নিহত, আহত ও ক্ষতিগ্রস্ত সব পরিবারকে ক্ষতিপূরণ দিয়ে নিজ ভূমিতে বসবাসের নিশ্চয়তা; ক্ষুদ্র জাতিসত্তার মানুষের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং স্থানীয় প্রশাসনকে অবিলম্বে প্রত্যাহারের দাবি করেন সঞ্জীব দ্রং।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ সরেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য কাজল দেবনাথ প্রমুখ।
সংবাদ সম্মেলন পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস।



This post has been seen 326 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১