এবার রাজনীতির মাঠে প্রস্তুত হচ্ছেন হিলারিকন্যা

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০১৬

এবার রাজনীতির মাঠে  প্রস্তুত হচ্ছেন হিলারিকন্যা

নিউ সিলেট ডেস্ক :::   রাজনীতির মাঠে নামার জন্য প্রস্তুত হচ্ছেন ক্লিনটন দম্পতির একমাত্র মেয়ে চেলসি ক্লিনটন। মার্কিন কংগ্রেসে (সিনেট ও হাউস অব রিপ্রেজেন্টেটিভ) নিউইয়র্ক সিটির আসনে তিনি প্রার্থী হবেন।
সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানায়, চেলসি নিউইয়র্ক ১৭তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।
হিলারির পরাজয়ে অনেকে ধারণা করেছিলেন, ক্লিনটন পরিবারের রাজনীতি শেষ হয়ে গেছে। কিন্ত সবার ধারণা ভুল প্রমাণ করে তিনি কংগ্রেস সদস্য পদ পাওয়ার জন্য আগামী নির্বাচনে লড়বেন বলে দাবি করেছে নিউইয়র্ক পোস্ট।
নিউইয়র্ক সিটির এই আসনটি রিপাবলিকান সদস্য নিতা লোওয়ি ধরে রেখেছেন। তিনি প্রায় ৩০ বছর ধরে এই আসনে আছেন। তিনি এখন অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানতে পেরেছে নিউইয়র্ক পোস্ট।
রকল্যান্ড, ওয়েস্টচেস্টার ও চাপাকোয়া এলাকা এই আসনের অন্তর্ভুক্ত। ক্লিনটন পরিবারের বসতবাড়িও এখানেই।
আগস্টে ক্লিনটন দম্পতি চাপাকোয়ায় নিজেদের বাড়ির পাশেই ১ দশমিক ১৬ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে একটি বাড়ি কিনেছেন। এটি চেলসির জন্য কেনা হয়েছে। এখানে চেলসি তার স্বামী মার্ক মেজভিনস্কি এবং তাদের দুই সন্তান কার্লোটি ও আইডানকে নিয়ে থাকবেন।
চেলসি এখন ম্যানহাটনে থাকেন, ভোট দেওয়ার জন্য নিবন্ধনও করেছেন সেখানে। চাপাকোয়ার বাড়ির কারণে আসনটি খালি হলে তিনি সহজেই সেটিকে নিজের বৈধ বাসস্থান হিসেবে দেখাতে পারবেন।
চেলসি এরই মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে হিলারির নির্বাচনে প্রচারণা এবং ক্লিনটন দাতব্য সংস্থার কাজে নিজেকে নিয়োজিত করেছেন।



This post has been seen 446 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১