ওবামার সঙ্গে দেখা করলেন ট্রাম্প

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০১৬

ওবামার সঙ্গে দেখা করলেন ট্রাম্প

নিউ সিলেট ডেস্ক ::::  মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দেখা করেছেন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে যান ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের কার্যালয় ওভাল অফিসে দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হয়।
লস অ্যাঞ্জেলেস টাইমস জানিয়েছে, ৯০ মিনিটের ওই বৈঠকে উভয়ে একে অপরকে স্বাগত জানান এবং প্রশাসনিক কাজ নিয়ে আলাপ করেন।
ডোনাল্ড ট্রাম্প এবিসি নিউজকে জানান, বৈঠকটি হওয়ার কথা ছিল ১০ থেকে ১৫ মিনিটের। কিন্ত তা গড়ায় দেড় ঘণ্টায়। ট্রাম্প প্রেসিডেন্ট ওবামাকে বলেন, ‘আপনার সঙ্গে দেখা করতে পারা বিশাল সম্মানের ব্যাপার। তিনি ওবামার সহযোগিতাও কামনা করেন।
বৈঠকের পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘তিনি (ওবামা) খুব ভালো একজন মানুষ। তাঁর প্রতি আমার অনেক শ্রদ্ধা রইল।’
প্রেসিডেন্ট ওবামা সাংবাদিকদের জানান, ট্রাম্পের সঙ্গে ‘দারুণ আলোচনা’ হয়েছে। প্রশাসনিক কাজের ব্যাপারে ট্রাম্পের আগ্রহওকে স্বাগত জানিয়েছেন তিনি। ভবিষ্যতের কিছু চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
এ সময় হোয়াইট হাউসে ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প বর্তমান ফার্স্ট লেডি মিশেল ওবামার সঙ্গে সাক্ষাৎ করেন।
গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনকে পরাজিত করে জয়ী হন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। এরপরই প্রেসিডেন্ট বারাক ওবামা জয়ী ট্রাম্পকে সাক্ষাৎ করার জন্য হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান। নিয়ম অনুযায়ী আগামী জানুয়ারি মাসে প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প।



This post has been seen 433 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১