গাইবান্ধায় কারাবন্দী বিএনপির সাধারণ সম্পাদকের মৃত্যু

প্রকাশিত: ১১:২২ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০১৬

গাইবান্ধায় কারাবন্দী বিএনপির সাধারণ সম্পাদকের মৃত্যু

নিউ সিলেট ডেস্ক :::::::   নাশকতার মামলায় কারাবন্দী গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. গাউসুল আজম ডলার মারা গেছেন। শনিবার সকাল সাড়ে আটটার দিকে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ডলার ২০০৯ সালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি পলাশবাড়ী থানার অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আফতাব উদ্দিন আহমেদের ছেলে। পৌর শহরের পশ্চিমপাড়া এলাকার থাকতেন তিনি।
পুলিশের দাবি, ভোরে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর গাইবান্ধা আধুনিক হাসপাতালে নেয়া হলে সেখানে ডলারের মৃত্যু হয়।
জেল পুলিশ সুপার মো. মাসুদার রহমান জানান, শনিবার সকালে ডলার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত গাইবান্ধা সদর হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে আটটার দিকে তার মৃত্যু হয়। হৃদরোগে ডলারের মৃত্যু হয়েছে বলে দাবি করেন পুলিশ সুপার।
তুলসীঘাটে যাত্রীবাহী একটি বাসে পেট্রোলবোমা হামলার মামলার চার্জশিটভুক্ত আসামি ছিলেন ডলার। মামলাটিতে ৫ অক্টোবর রাতে পলাশবাড়ীর মাঠেরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পলাশবাড়ী থানা পুলিশ। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।



This post has been seen 433 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১