বাংলাদেশে যে সরকারই আসেন সংখ্যালঘুদের বিতাড়নে ঐক্যবদ্ধ মনোভাব

প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৬

বাংলাদেশে যে সরকারই আসেন সংখ্যালঘুদের বিতাড়নে ঐক্যবদ্ধ মনোভাব

নিউ সিলেট ডেস্ক :::::   আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক মন্ত্রী ও বিশিষ্ট পাল্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বাংলাদেশে যে ধরণের সরকারই ক্ষমতায় থাকুক না কেন, সবার মধ্যেই সংখ্যালঘুদের বিতাড়নে ঐক্যবদ্ধ মনোভাব লক্ষ্য করা গেছে।
বৃহস্পতিবার রাতে চ্যানেল আই’তে প্রচারিত বিবিসি বাংলার এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
অনুষ্ঠান তিনি বলেন, একটা মজার ব্যাপার হলো – সাম্প্রদায়িক, অসাম্প্রদায়িক, জঙ্গিবাদী কিংবা উগ্র-সাম্প্রদায়িক যে সরকারই থাকুক না কেন, হিন্দু বিতাড়নে বা ধর্মীয় সংখ্যালঘু বিতাড়নে এখানে একটা প্রবল ঐকমত্য আছে।
সাবেক এই মন্ত্রী আরো বলেন, বর্তমানে সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করা হচ্ছে এবং কোন সুষ্ঠু তদন্ত-প্রমাণ না করেই হামলা চালানো হচ্ছে।
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে সুরঞ্জিত বলেন, আমি তো ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ করার জন্য মুক্তিযুদ্ধ করিনি। প্রধানমন্ত্রী, যার জন্যে আমরা এখনও অপেক্ষা করছি, সাম্প্রতিক পাবনা থেকে শুরু করে যে ঘটনাগুলো ঘটেছে, সেই সম্পর্কে তাকে অবশ্যই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।
সাম্প্রতিক সময়ে ব্রাহ্মণবাড়িয়া ও পাবনা সহ দেশের বেশ কিছু স্থানে হিন্দুদের ঘরবাড়ি ও মন্দিরে হামলা-ভাংচুরের ঘটনার প্রেক্ষিতে ক্ষুব্ধ সুরঞ্জিত সেনগুপ্ত এ ব্যাপারে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।



This post has been seen 389 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১