সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৬
নিউ সিলেট ডেস্ক ::::: বরিশাল সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল ইসলাম রেজভী চৌধুরী পিকনিকে গিয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউউন)।
হৃদরোগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা গেছেন বলে নিশ্চিত করেছেন সিটির ১২নং ওয়ার্ডের কাউন্সিলর কেএম শহীদুল্লাহ। তিনি জানান, সিটি কর্পোরেশনের মেয়র ও সকল কাউন্সিলর শুক্রবার সকালে সুন্দরবন-২ লঞ্চে আনন্দ ভ্রমনের জন্য বরিশাল থেকে যাত্রা করেন দুবলার চরে।
রাত ১১টার দিকে মংলাপোর্টের মাঝ নদীতেই যাত্রাবিরতি চলছিল। এসময় কাউন্সিলররা সবাই এক জায়গায় বসে চা খাচ্ছিলেন। হঠাৎ কাউন্সিলর রেজভী বুকে ব্যথা অনুভব করে লুটিয়ে পড়েন। স্পিড বোটে করে তাকে দ্রুত সংলগ্ন হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি জানান, রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রেজভী ২০১৩ সালের সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হন।
রেজভীর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে রেজভীর মৃত্যুর কারণে সিটি কর্পোরেশনের আনন্দভ্রমণ বাতিল করা হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি