আজ কালের মধ্যে নারায়াণগঞ্জ সিটি নির্বাচনের তফসিল

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৬

আজ কালের মধ্যে নারায়াণগঞ্জ সিটি নির্বাচনের তফসিল

নিউ সিলেট ডেস্ক :::::  আজ কালের মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের তফফিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদ। তিনি বলেন, বিকেলে গেজেট প্রকাশের উপরে নির্ভর করছে। এ গেজেট প্রকাশ হলেই আজ কালের ভিতরে তফসিল ঘোষণা হতে পারে।
সোমবার রাজনীর আাঁগারগাওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনিস্টিটিউট ভবনের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
২০১১ সালের ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের ভোট হয়। আর ভোটের পর করপোরের্শনের প্রথম সভা হয় ওই বছরের ২৮ ডিসেম্বর। এই হিসাবে করপোর্রেশনের ভোট হতে হবে ২৭ ডিসেম্বরের মধ্যে।
তবে ২৮ ডিসেম্বর জেলা পরিষদের নির্বাচনে ভোট হবে। সেদিন ভোট হবে নারায়ণগঞ্জেও। এই অবস্থায় শেষ সময়ের আগেই সিটি করপোরেশন নির্বাচনে ভোট করতে চায় নির্বাচন কমিশন।
স্থানীয় সরকার নির্বাচন আইন অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রণালয় কোনো সিটি করপোরের্শনের মেয়াদ শেষ হলে নির্বাচন কমিশনকে তা জানিয়ে দেয়। এরই মধ্যে মন্ত্রণালয় নির্বাচন কমিশনকে এই তথ্য জানিয়েছে। আর এরপর নির্বাচন কমিশন এরপর ভোটের দিনক্ষণ নির্ধারণ করে।
সিটি করপোর্রেশনের কর্মকর্তারা জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের বিধিমালা তৈরি করে তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল ভেটিংএর জন্য। মন্ত্রণালয় থেকে ভেটিং করে তা আবার পাঠানো হয়েছে নির্বাচন কমিশনে। এখন এটি গেজেট আকারে প্রকাশের অপেক্ষায় কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার জানান, তাদের সব ধরনের প্রস্তুতি আছে। এই গেজেট প্রকাশ হলেই তারা তফসিল ঘোষণা করবেন।
নির্বাচন প্রশিক্ষণ ইনিস্টিটিউট নিয়েও তিনি বলেন, এখানে আধুনিক প্রশিক্ষণ নিয়ে কর্মকর্তারা আরও দক্ষ হয়ে উঠবেন।
নির্বাচনী কর্মকর্তাদেরকে আরও দক্ষ ও সচেতন হওয়ার পরমর্শ দিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আপনাদেরকে নির্বাচনী রুল, ইংরেজি ও টেকনিক্যালি আরও দক্ষ হতে হবে।



This post has been seen 301 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১