গাইবান্ধার চিকিৎসাধীন সাঁওতালদের হাতকড়া খুলে দেওয়ার নির্দেশ

প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৬

গাইবান্ধার চিকিৎসাধীন সাঁওতালদের হাতকড়া খুলে দেওয়ার নির্দেশ

নিউ সিলেট ডেস্ক :::::::   গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে নির্যাতনের শিকার চিকিৎসাধীন আটক ৩ সাঁওতালের হাতকড়া খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার সকালে চিকিৎসাধীন সাঁওতালদের হাতকড়া খুলে দেওয়ার বিষয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি রিট করা হয়। দুপুরে রিটের শুনানি শেষে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।
সাঁওতালদের হাতকড়া খুলে দেওয়া হয়েছে কিনা তা আগামী ১৬ নভেম্বরের মধ্যে আদালতকে জানাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার, রংপুর রেঞ্জের ডিআইজি ও গাইবান্ধার এসপিকে নির্দেশ দেওয়া হয়েছে।
একইসঙ্গে চিকিৎসাধীন অবস্থায় হাতকড়া পরানো কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে রুল জারি করা হয়েছে। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, রংপুর রেঞ্জের ডিআইজি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও গাইবান্ধা পুলিশ সুপার—এই পাঁচজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
সাঁওতালদের পক্ষে হাইকোর্টে রিট করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।
হাতকড়া পরা অবস্থায় চিকিৎসাধীন সাঁওতালদের ছবি সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়। প্রকাশিত প্রতিবেদনটি সংযুক্ত করে হাইকোর্টে এ রিট আবেদন করা হয়।



This post has been seen 347 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১